বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত 
শিরোনাম: 
আরো একটু বসো তুমি, আরো একটু বলো
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-৭৯)পর্যায়ের 
১০৬ সংখ্যক গান।
	
		
			
আরো একটু বসো তুমি, আরো একটু বলো।
    পথিক, কেন অথির 
হেন-নয়ন ছলোছলো॥
আমার কী যে শুনতে এলে  তার কিছু কি 
আভাস পেলে-
    নীরব কথা বুকে আমার 
করে টলোমলো॥
        
যখন থাক দূরে
আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে।
কাছে এলে তোমার আঁখি  সকল কথা দেয় যে 
ঢাকি-
    সে যে মৌন প্রাণের 
রাতে তারা জ্বলোজ্বলো॥
			
		
	
		RBVBMS 008
		[নমুনা]
	
	
	
	
	পাঠভেদ: 
	
পাঠভেদ আছে।
        তার কিছু কি আভাস পেলে                
: স্বরলিপি, স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫) 
        তার কি কিছু আভাস পেলে                
: গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
                                                           
কথার অংশ, স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫)
	
	ভাবসন্ধান: 
	
	
	
	তথ্যানুসন্ধান
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:
		
		২৫ শ্রাবণ ১৩৩৪ (১০ আগষ্ট ১৯২৭)। 
গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর ৪ মাস বয়সের রচনা।
- 
		
		গ্রন্থ
			- 
			
			
			গীতবিতান
				- 
				
				তৃতীয় 
				খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)। 
- 
				
				দ্বিতীয় 
				খণ্ড, দ্বিতীয় সংস্করণ 
				(বিশ্বভারতী 
				১৩৪৮)। 
- 
				
				অখণ্ড 
				সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-৭৯)পর্যায়ের 
১০৬ সংখ্যক গান।
 
- 
			
 গীতোৎসব (১৩৩৮)।
- 
			 স্বরবিতান
			
			তৃতীয়
			(৩) 
		খণ্ডের (মাঘ ১৪১২)
			
			 ৩৮ সংখ্যক 
গান।
			পৃষ্ঠা ১১৮-১১৯।
			[নমুনা]
 
- রেকর্ড:
		১৯৪১ 
		খ্রিষ্টাব্দে 'আহুতি' ছায়াছবি'র জন্য সুপ্রভা সরকার-এর কণ্ঠে প্রথম গানটি 
		রেকর্ড করা হয়। রেকর্ডটি প্রকাশিত করেছিল সুপ্রভা সরকার। রেকর্ড নম্বর
		
H 992
	
	
	
	
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
			
		- সুর ও তাল:
			- 
			
			 স্বরবিতান
			
			তৃতীয়
			(৩)
		খণ্ডে (মাঘ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
			
			উক্ত স্বরলিপিটি 
			৩।৩। 
মাত্রা ছন্দে 'দাদরা
' 
তালে 
			নিবদ্ধ।
 
- 
			
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
- 
				
				রাগ: ভৈরবী। 
				তাল: 
				দাদরা
				 [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৩৪।]
- 
				রাগ: ভৈরবী। তাল: দাদরা 
			 [রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য 
				সংগীত আকাদেমী, জুলাই ২০০১।  পৃষ্ঠা: ৬৪।]
 
- গ্রহস্বর: র্সা
- লয়: মধ্য