বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে।

পাঠ ও পাঠভেদ:

   ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে।
              ওর পথ খোলে রে বিদায়রজনীতে॥
গগনে তার মেঘদুয়ার ঝেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
          প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে-
                এল যে ডাক ভোরের রাগিণীতে॥
          শীতল হোক বিমল হোক প্রাণ,
                হৃদয়ে শোক রাখুক তার দান।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো-
                বিজনে বসি পূজাঞ্জলি ঢালো
                        শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে॥