বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: চরণরেখা তব যে পথে দিলে লেখি
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: প্রকৃতি (বসন্ত-৪৬) পর্যায়ের ২৩৩ সংখ্যক গান এবং প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৭৬ সংখ্যক গান। 
	
		
			 চরণরেখা তব যে পথে দিলে লেখি
			চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
			অশোকরেণুগুলি রাঙালো যার ধূলি
			তারে যে তৃণতলে আজিকে লীন দেখি॥
			ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,
			দখিনবায়ু সেও উদাসী যায় চলে।
			তবু কি ভরি তারে অমৃত ছিল না রে―
			স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি॥ 
		
	
 
	- 
	পাণ্ডুলিপির পাঠ: 
- 	পাঠভেদ: স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
        চরণরেখা তব যে পথে দিলে লেখি
                    ফুরায় ফুল ফোটা         :স্বরবিতান-২ (আশ্বিন ১৩৪৩)
                    
        ফুরোয় ফুল ফোটা                                                   : গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
	- তথ্যানুসন্ধান :
		- 
		ক. রচনাকাল ও স্থান: ১৯ ফাল্গুন ১৩৩৩। নূতন পাঠ অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দ। 
                                মূল পাঠ অনুসারে গানটি রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ১০ মাস বয়সের রচনা।
- 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
				- 
				গীতবিতান 
				
					- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি 
					(বসন্ত-৪৬) পর্যায়ের ২৩৩ সংখ্যক গান এবং প্রেম ও প্রকৃতি 
					পর্যায়ের ৭৬ সংখ্যক গান। 
 
- ঋতুরঙ্গ (অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দ)।
- নটরাজ (১৩৩৮ বঙ্গাব্দ)। লীলা। গান। রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ 
				খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২২২।
-  
												 
	
 স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৩০ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৩-০৫। 
				 [নমুনা] 
 
- পত্রিকা: 
			- বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। বিলাপ। গান। নটরাজ-ঋতুরঙ্গশালা'র 
			সাথে প্রকাশিত হয়েছিল।
- বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)।  ঋতুরঙ্গ -এর সাথে গানটি প্রকাশিত 
			হয়েছিল।
 
 
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: