বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কে যেতেছিস, আয় রে হেথা
পাঠ ও পাঠভেদ:
কে যেতেছিস, আয় রে হেথা –হৃদয়খানি যা-না দিয়ে
বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব,
হরিণ-আঁখির অশ্রু দেব অভিমানে মাখাইয়ে॥
অচেতন করব হিয়ে বিষে-মাখা সুধা দিয়ে,
নয়নের কালো আলো মরমে বরষিয়ে॥
হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব,
মৃণালবাহু দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব।
চোখে চোখে রেখে দেব-
দেব না হৃদয় শুধু, আর-সকলই যা-না নিয়ে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৪৮ সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৪-৩৬।
রাগ: বাগেশ্রী। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]