বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আয় আয় আয়
আমাদের অঙ্গনে
পাঠ ও পাঠভেদ:
আয় আয় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল—
মানবের স্নেহসঙ্গ নে, চল্ আমাদের ঘরে চল্॥
শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে
দ্বারে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ-আনন্দ-কোলাহল॥
তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার,
দে পবনে বনবল্লভে মর্মরগীত-উপহার।
আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শ নে,
পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারাজল॥
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
বিশ্বভারতীর রবীন্দ্র-ভবন আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডলিপিতে (গীতবিতান,
প্রহাসিনী, স্ফুলিঙ্গ) এই গানটি রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া যায়। এই
পাণ্ডুলিপির এটি তৃতীয় গান। পাণ্ডুলিপিতে গানটির স্থান ও সময়ের উল্লেখ আছে
'শান্তিনিকেতন, ২ শ্রাবণ ১৩৩৬। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৩ মাস।
বৃক্ষরোপণ-এর জন্য রচিত গান।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
পত্রিকা:
প্রবাসী (ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান তৃতীয় (৩) খণ্ডে (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) মুদ্রিত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩। ৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ : খাম্বাজ। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)]। পৃষ্ঠা: ৩৩।
রাগ: খাম্বাজ। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৩।
[
দাদরা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর-না।
লয়-দ্রুত।