বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: 
না বলে যেয়ো না চলে মিনতি করি
			পাঠ ও পাঠভেদ
	- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর
	
না বলে যেয়ো না চলে মিনতি করি
গোপনে জীবন মন লইয়া হরি॥
সারা নিশি জেগে থাকি, ঘুমে ঢুলে পড়ে আঁখি-
ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি॥
চকিতে চমকি, বঁধু, তোমায় খুঁজি-
থেকে থেকে মনে হয় স্বপন বুঝি।
নিশিদিন চাহে হিয়া  পরান পসারি দিয়া
অধীর চরণ তব বাঁধিয়া ধরি॥
	
	- 
	
	পাঠভেদ:   পাঠভেদ 
	আছে।
 চকিতে চমকি, বঁধু, তোমায় খুঁজি            
:গান (১৯০৯ খ্রিষ্টাব্দ)
 চকিতে চমকি বঁধু তোমারে খুঁজি             
:প্রায়শ্চিত্ত (১৩১৬ বঙ্গাব্দ)
- ভাবসন্ধান  
	
- 
	তথ্যানুসন্ধান 
	 
	
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:
		 প্রায়শ্চিত্ত নামক 
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৩১৬ বঙ্গাব্দের ৩১শে বৈশাখ-এ। এই গ্রন্থের সকল গানই ১৩১৬ 
বঙ্গাব্দের শুরুর আগে রচিত একথা অনুমান করা যায়। প্রায়শ্চিত্ত অন্তর্ভুক্ত 
এই গানের সাথে কোনো সুনির্দিষ্ট তারিখ নেই। প্রকাশকালের বিচারে এই গানের রচনাকাল 
ধরা হয় ৪৮ বৎসর ১ মাস।
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
		 
	 
		 
	
		- 
		
		গ্রন্থ 
	
		- 
		গান 
		
 
- 
		গীতবিতান
		
		
- প্রায়শ্চিত্ত (১৩১৬ বঙ্গাব্দ)। 
রামচন্দ্রের সভায় নটীর গান। পরজ বসন্ত-কাওয়ালি। [রবীন্দ্ররচনাবলী, নবম খণ্ড 
(বিশ্বভারতী), বৈশাখ ১৩৯৩ ]
-   
		
	স্বরবিতান 	নবম খণ্ড (৯, প্রায়শ্চিত্ত)।
	(মাঘ ১৪১২ বঙ্গাব্দ) ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩১-৩২।
 
-  
		পত্রিকা:
		- 
		
		
		সঙ্গীত প্রকাশিকা (শ্রাবণ ১৩১৬)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত 
		হয়েছিল।
 
 
- 
 
	গ. 
	
	সঙ্গীত 
	বিষয়ক তথ্যাবলী: 
 
		- 
 
		স্বরলিপিকার:
		
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- 
 
 সুর ও তাল:
		
		- 
 
 রাগ : পরজ-বসন্ত। তাল : দাদরা। 
 [স্বরবিতান 	নবম 
	খণ্ডে (৯, 
 প্রায়শ্চিত্ত) 
(মাঘ ১৪১২ বঙ্গাব্দ)]
- 
 
		পরজ বসন্ত-কাওয়ালি। প্রায়শ্চিত্ত (১৩১৬ 
বঙ্গাব্দ)।
- 
 
		রাগ : পরজ-বসন্ত।  [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. 
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা 
: ৭২]
- 
রাগ: পরজ,বসন্ত।
তাল: দাদরা
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)] পৃষ্ঠা: ৬২
-  
রাগ: ভৈরব।
তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার 
	চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৭]
 গ্রহস্বর : দা।
 লয় : মধ্য।