বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমি চাহিতে এসেছি শুধু
একখানি মালা
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: প্রেম (প্রেম
বৈচিত্র্য-২৬)পর্যায়ের
৫৩ সংখ্যক গান।
আমি চাহিতে এসেছি শুধু
একখানি মালা
তব নব প্রভাতের
নবীন-শিশির ঢালা॥
হেরো, শরমে-জড়িত কত-না
গোলাপ কত-না গরবি করবী,
ওগো, কত-না কুসুম
ফুটেছে তোমার মালঞ্চ করি আলা॥
ওগো, অমল শরত-শীতল-সমীর
বহিছে তোমারি কেশে,
ওগো, কিশোর-অরুণ-কিরণ
তোমার অধরে পড়েছে এসে।
তব অঞ্চল হতে বনপথে ফুল
যেতেছে পড়িয়া এসে।
তব অঞ্চল হতে বনপথে ফুল
যেতেছে পড়িয়া ঝরিয়া-
ওগো, অনেক কুন্দ অনেক
শেফালি ভরেছে তোমার ডালা॥
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩০৪ বঙ্গাব্দের আশ্বিন মাসের শুরুতে রবীন্দ্রনাথ শিলাইদহে যান। তারপর পাবনার
ইছামতী, যমুনা বরাল, বলেশ্বরী নদী ধরে সাজাদপুরের উদ্দেশ্যে পৌঁছান ৮ তারিখে।
৯ আশ্বিন সাজাদপুর থেকে পতিসরের দিকে যাত্রা করেন এবং পতিসরে ১০ আশ্বিনে
পৌঁছান। ১০ আশ্বিন পতিসরে পৌঁছানোর আগে
নাগর নদীতে নৌকায় বসে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স
ছিল ৩৬ বৎসর ৫ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি
-
গ্রন্থ:
-
কল্পনা
-
রবীন্দ্ররচনাবলী। বিশ্বভারতী। শ্রাবণ ১৩৯৩ বঙ্গাব্দ।
কল্পনা। প্রার্থী। কালাংড়া। [
-
কাব্যগ্রন্থ
-
দ্বিতীয় খণ্ড প্রথম ভাগ [মোহিত চন্দ্র সম্পাদিত। মজুমদার
লাইব্রেরি ১৩১০ বঙ্গাব্দ] কল্পনা।
লীলা। শিরোনাম: প্রার্থী। কালাংড়া। পৃষ্ঠা: ১২৮-১২৯। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
চতুর্থ খণ্ড [মোহিত চন্দ্র সম্পাদিত। মজুমদার লাইব্রেরি ১৩১০
বঙ্গাব্দ] শিরোনাম: প্রার্থী। কালাংড়া। পৃষ্ঠা: ১৬৮।[নমুনা]
-
অষ্টম খণ্ড [মোহিত চন্দ্র সম্পাদিত। মজুমদার লাইব্রেরি ১৩১০
বঙ্গাব্দ]। বিবিধ। কালাংড়া। পৃষ্ঠা: ২২-২৩ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গান
-
গীতবিতান
-
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০) খণ্ডের (চৈত্র ১৪১৩)
১৫ সংখ্যক গান।
প্রথম স্বরলিপি : ৪৮-৪৯। সুরান্তর : ৫০-৫১।
[নমুনা]
- পত্রিকা:
-
বীণাবাদিনী
(বৈশাখ ১৩০৫ বঙ্গাব্দ)।
কালাংড়া-একতালা।
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল,
তবে স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর [প্রথম
স্বরলিপি]
-
ইন্দিরাদেবী চৌধুরানী [দ্বিতীয় স্বরলিপি]
-
সুর ও তাল:
-
স্বরবিতান পঞ্চাশত্তম
(৫০) খণ্ডে (চৈত্র ১৪১৩)
গৃহীত স্বরলিপিতে গানটির
রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দের 'দাদরা' তালে নিবদ্ধ।
-
রাগ : কালাংড়া। এর
সুরান্তরও
কালাংড়া রাগে এবং দাদরা তালে নিবদ্ধ। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
-
রাগ: কালাংড়া।
তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩২]
- রাগ: কালেংড়া। তাল:
দাদরা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
৬০।]
-
গ্রহস্বর : গা (উভয় স্বরলিপি)।
-
লয় : মধ্য।