বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার আর হবে না
দেরি
পাঠ ও পাঠভেদ:
আমার আর হবে না দেরি-
আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী ॥
তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে ?
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
তোমায় যেন হেরি-
আমার আর হবে না দেরি ॥
আমার স্বপন হল সারা,
এখন প্রাণে বীণা বাজায় ভোরের তারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
আমার ললাট ঘেরি-
আমার আর হবে না দেরি ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 229] [নমুনা]
পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-৪২'এর ১৩৪ পৃষ্ঠা অনুসারে নিচে পাঠভেদ দেখানো হলো-
আমার স্বপন হল সারা,
এখন প্রাণে বীণা বাজায় ভোরের তারা। : অরূপরতন (কার্তিক ১৩৪২)
আমার কাজ হয়েছে সারা,
এখন প্রাণে বাঁশী বাজায় সন্ধ্যাতারা : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 229-তে
লিখিত এই গানের শেষে সময় ও স্থান লেখা আছে-
'১৬ আশ্বিন/শান্তিনিকেতন'।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের ভাদ্র মাসে
রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার
জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল
বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের
এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
রবীন্দ্রনাথের এই যাতায়াত
শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে
আশ্বিন পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন।
এর ভিতরে এই গানটি তিনি
১৬ আশ্বিন [শনিবার, ৩ অক্টোবর]
শান্তিনিকেতন-এ রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৫ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. গ্রন্থ:
অরূপরতন
(মাঘ ১৩২৬ বঙ্গাব্দ)। গানের দল গান। অপ্রচলিত। পৃষ্ঠা-৬৮।
(১৩৪২ বঙ্গাব্দ)। ৪র্থ দৃশ্য, সুরঙ্গমার গান। রবীন্দ্ররচনাবলী ত্রয়োদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২০৭-০৮।
কাব্যগ্রন্থ নবম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
গীতবিতান
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা (উপ-বিভাগ : পথ-৫) পর্যায়ের ৫৬৩ সংখ্যক গান।
গীতালি
ইন্ডিয়ান প্রেস ১৩২১
বিশ্বভারতী ১৩৩৩
৬০ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী (একাদশ খণ্ড)
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের ৪২ সংখ্যক গান। পৃষ্ঠা ১২০-২২।
পরিবেশনা: গানটি প্রথম অরূপরতন নাটকের মাঘ ১৩২৬ বঙ্গাব্দ সংস্করণে গানের দলের গান' হিসাবে গৃহীত হয়েছিল। ১৩৪২ বঙ্গাব্দে অরূপরতন' অভিনয় উপলক্ষে এ গানটি সুরঙ্গমার গান হিসাবে ব্যবহৃত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুধীরচন্দ্রকর। স্বরলিপিটি পাণ্ডুলিপি থকে স্বরবিতান-৪২'এ গৃহীত হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান-৪২'তে গৃহীত গানটি স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ ছন্দ ; অর্থাৎ তালটি দাদরা' হিসাবে গণ্য করা যেতে পারে।
রাগ: কালেংড়া, ভৈরবী, আশাবরী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৫।]
গ্রহস্বর: মা।
লয়: দ্রুত।