বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমরা
লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
বিচিত্র
পর্যায়ের
১১২ সংখ্যক গান।
আমরা
লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
সদা
করছি টলোমল।
মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া,
নাইকো ফলাফল॥
নাহি
জানি করণ-কারণ, নাহি
জানি ধরণ-ধারণ,
নাহি
মানি শাসন-বারণ গো—
আমরা
আপন রোখে মনের ঝোঁকে ছিড়েছি শিকল॥
লক্ষ্মী, তোমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি,
লুঠুন
তোমার চরণধূলি গো—
আমরা
স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তোমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে
অনেক
রত্ন অনেক হাটে গো—
আমরা
নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল॥
আমরা
এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,
দ্বীপ
আছে কি ভবসাগরে।
যদি
সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা
জুটে সারা বেলা করব হতভাগার মেলা,
গাব
গান খেলব খেলা গো—
কণ্ঠে
যদি গান না আসে করব কোলাহল॥
Ms.290
Ms.426 (i)
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
পত্রিকা:
-
ভারতবর্ষ
[অগ্রহায়ণ ১৩৪০।
দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য, শচীনের গান।
পৃষ্ঠা: ৮২৭] [নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
সুর ও
তাল:
-
রামপ্রসাদী-একতালা।
[সরলাদেবী-কৃত
স্বরলিপি। শতগান,
৪৩ সংখ্যক গান, জাতীয়
সঙ্গীত।
সুবর্ণ সংস্করণ, ১৪১৮ বঙ্গাব্দ, ২০১১
খ্রিষ্টাব্দ] ]
-
রাগ:
রামপ্রসাদী।
তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
-
রাগ: রামপ্রসাদী। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]
-
গ্রহস্বর-গা।
-
লয়-দ্রুত।