বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুঃখের তিমিরে
যদি জ্বলে তব মঙ্গল-আলোক
পাঠ ও পাঠভেদ:
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক
তবে তাই হোক।
মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক
তবে তাই হোক ॥
পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক
তবে তাই হোক।
অশ্রু-আঁখি- 'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ
তবে তাই হোক ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৭৫ বৎসর ৯ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডের ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৬-৮৭। [নমুনা]
পত্রিকা:
রেকর্ডসূত্র: ১৯৩৬ থেকে ১৯৪১ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন কোম্পানি (এইচ.এম.ভি ও কলম্বিয়া) এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। গানটির শিল্পী ছিলেন অসিত ঘোষাল। রেকর্ড নম্বর N 26084
।পাওয়া যায় নি।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ। [প্রবাসী থেকে স্বরবিতান-৫৫-তে গানটি গৃহীত হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান-৫৫-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। স্বরবিতান-৫৫-এ গৃহীত উক্ত গানটির স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
গ্রহস্বর-সা। লয়-মধ্য।