বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আলোর অমল
কমলখানি কে ফুটালে
পাঠ ও পাঠভেদ:
আলোর অমল কমলখানি কে ফুটালে,
নীল আকাশের ঘুম ছুটালে॥
আমার মনের ভাবনাগুলি বাহির হল পাখা তুলি,
ওই কমলের পথে তাদের সেই জুটালে॥
শরতবাণীর বীণা বাজে কমলদলে।
ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।
তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ ক্ষেতে,
বনের প্রাণে মর্মরানির ঢেউ উঠালে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 024
Ms. 027
পাঠভেদ:
রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ
খণ্ড (বিশ্বভারতী)-এর ২০০ পৃষ্ঠায় মুদ্রিত পাঠে- পূরক হিসাবে ৮ পংক্তির দুটি স্তবক
পাওয়া যায়। এই স্তবক দুটি পৃথক গান হিসাবে পাওয়া যায়। এই পূরক গানটি হলো-
সেই তো তোমার পথের বঁধু
[প্রকৃতি-১৬৮]
[তথ্য]
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: নটরাজ ঋতুরঙ্গশালা রচিত হয় ১৯৩৩ বঙ্গাব্দে। এই গ্রন্থটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়- আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায়। এই সময় এই গানটিও 'নটরাজ ঋতুরঙ্গশালা'র সাথে প্রকাশিত হয়েছিল। এরপর 'নটরাজ ঋতুরঙ্গশালা'-কে রবীন্দ্রনাথ কিছু পরিবর্তন করেন। পরিবর্তিত এই সংস্করণটির নামকরণ করেন- 'ঋতুরঙ্গ'। 'বসুমতী' পত্রিকার পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায় 'ঋতুরঙ্গ' প্রকাশিত হয়। এই গ্রন্থের সাথে- এই গানটিও প্রকাশিত হয়েছিল। বর্তমানে রবীন্দ্ররচনাবলী ১৮তম (অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১১-১২।) খণ্ডে এই গানটি 'নটরাজ'-এর সাথে পাওয়া যায়।
রবীন্দ্রনাথ
'নটরাজ-ঋতুরঙ্গশালা ১৩৩৩ বঙ্গাব্দের বসন্তকালে রচনা করেন। এই নাটকটি এই বৎসরেই
শান্তিনিকেতনে প্রথম অভিনীত হয়। এই সময়ে এই গানটি রচিত হয়েছিল। বিশ্বভারতী কর্তৃক
প্রকাশিত রবীন্দ্ররচনাবলীর অষ্টাদশখণ্ডের ৫৮০ পৃষ্ঠায় এই গানটির রচনাকাল সম্পর্কে
বলা হয়েছে-
শরতের ধ্যান : আলোর অমল কমলখানি। মূলগান ১৬
ফাল্গুন ১৩৩৩
এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ১০ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
ঋতুরঙ্গ (অগ্রহায়ণ, ১৩৩৪ বঙ্গাব্দ)।
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপ-বিভাগ : শরৎ-২৭) পর্যায়ের ১৬৭ সংখ্যক গান।
নটরাজ (১৩৩৮ বঙ্গাব্দ)। শরতের ধ্যান। গান। রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২৪৬।
স্বরবিতান দ্বিতীয় (২) খণ্ডের (মাঘ ১৪১২) ২৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৯৮-১০১।
পত্রিকা:
বিচিত্রা
(আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ), শরতের ধ্যান, নটরাজ-ঋতুরঙ্গশালা।
কার্তিক ১৩৩৪ সংখ্যায় গানটি দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়।
বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)। ঋতুরঙ্গ -এর সাথে গানটি প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান দ্বিতীয়
(২)
খণ্ডে (মাঘ ১৪১২)
গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৩।৩ ছন্দে
''দাদরা'
তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ: রামকেলী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৪।]
রাগ: ভৈরব, ভৈরবী। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৪।]
গ্রহস্বর-মা।
লয়-মধ্য।