বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তবু    মনে রেখো যদি দূরে যাই চলে।    
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-১২৪) পর্যায়ের ১৫১ সংখ্যক গান ।

তবু    মনে রেখো যদি দূরে যাই চলে। যদি       
পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
            যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি-
                তবু     মনে রেখো
                যদি      জল আসে আঁখিপাতে,
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
                    তবু মনে রেখো
            যদি    পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে-
                    তবু মনে রেখো

পাঠভেদ:  মানসী কাব্যগ্রন্থে গৃহীত কবিতা

             তবু
তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,
সেই পুরাতন প্রেম যদি এক কালে
হয়ে যায় দূরস্মৃত কাহিনী কেবলি—
ঢাকা পড়ে নব নব জীবনের জালে।
তবু মনে রেখো,  যদি বড়ো কাছে থাকি,
নূতন এ প্রেম যদি হয় পুরাতন,
দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি —
পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।
তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে
উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা,
অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,
অথবা বসন্ত-প্রাতে থেমে যায় খেলা।
তবু মনে রেখো, যদি মনে প'ড়ে আর
আঁখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।