মানসী
দ্বিতীয় সংস্করণ
 

রবীন্দ্রনাথের রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রন্থটির প্রথম সংস্করণের প্রকাশকাল ছিল- ১২৯৭ বঙ্গাব্দের ১০ই পৌষ (১৮৯০ খ্রিষ্টাব্দ)। দীর্ঘদিন পর গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩২৮ বঙ্গাব্দে [১৯২১ খ্রিষ্টাব্দ]। গ্রন্থটির প্রকাশক ছিল- ইন্ডিয়ান প্রেস লিমিটেড। প্রথম সংস্করণে ৪টি গান এই সংস্করণেও ছিল।  এই ৪টি গান হলো-

  1. আবার মোরে পাগল করে [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]
  2. এমন দিনে তারে বলা যায় [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  3. কে আমারে যেন এনেছে ডাকিয়া [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  4. তবু মনে রেখো [তথ্য] [নমুনা]