বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
এমন দিনে তারে বলা যায়
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-২১৮) পর্যায়ের ২৪৮ সংখ্যক গান
এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়
—
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়॥
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর॥
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
—
আঁধারে মিশে গেছে আর সব॥
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষণে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার॥
ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
—
এমন ঘনঘোর বরিষায়॥
পাণ্ডুলিপির পাঠ
: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
৩ জ্যৈষ্ঠ ১২৯৬ (১৭ মে ১৮৮৯)। খিরকী, পুনা। ২৮ বৎসর ১ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। বিবিধ। দেশ মল্লার-রূপক। পৃষ্ঠা: ৪২-৪৪ [নমুনা:
প্রথমাংশ
,
দ্বিতীয়াংশ
,
শেষাংশ
]
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মানসী। শিরোনাম: বর্ষারদিনে। পৃষ্ঠা: ১৯১] [
নমুনা
]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, [মানসী (১২৯৭ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা : ৮১-৮২। [নমুনা:
প্রথমাংশ
,
শেষাংশ
]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-২১৮)পর্যায়ের ২৪৮ সংখ্যক গান ।
মানসী
প্রথম সংস্করণ
[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, কালিদাস চক্রবর্তী কর্তৃক মুদ্রিত। ১০ পৌষ ১২৯৭ বঙ্গাব্দ। শিরোনাম: বর্ষার দিনে। পৃষ্ঠা: ১৮৫-১৮৭] [নমুনা:
প্রথমাংশ
,
শেষাংশ
]
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস লিমিটেড, ১৩২৮ বঙ্গাব্দ। শিরোনাম: বর্ষার দিনে। পৃষ্ঠা: ১৭৫-১৭৭] [নমুনা:
প্রথমাংশ
,
শেষাংশ
]
স্বরবিতান একাদশ
(১১, কেতকী) খণ্ডের দশম গান। পৃষ্ঠা : ৩৩-৩৬।
[
নমুনা
] [
সুরান্তর
]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুর
ও তাল:
রাগ : দেশ। [
রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়
। ভি.ভি. ওয়াঝলওয়ার।
রবীন্দ্রনাথের প্রেমের গান
। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
রাগ: দেশ। তাল: তেওরা(। [
রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]। রাগ: দেশ। তাল: তেওরা [
রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত
। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭০]