বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: তোমার আসন পাতব কোথায় হে অতিথি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি
(বসন্ত-৪৮) পর্যায়ের ২৩৫ সংখ্যক গান।
তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি॥
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুট ক’রে তায় গেল চলি―
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি॥
সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায়ে ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে―
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান: ১৮ ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ। [২ মার্চ ১৯২৭
খ্রিষ্টাব্দ] শান্তিনিকেতন।
রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ১০ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি
(বসন্ত-৪৮) পর্যায়ের ২৩৫ সংখ্যক গান।
- ঋতুরঙ্গ (অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দ)।
- নটরাজ (১৩৩৮ বঙ্গাব্দ)। আবাহন গান। রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ
খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২৩৭।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ১২১-২৩।
[নমুনা]
- পত্রিকা:
- বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। আবাহন। গান। নটরাজ-ঋতুরঙ্গশালা'র
সাথে প্রকাশিত হয়েছিল। বিচিত্রা'র ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ সংখ্যায় গানটি
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)। ঋতুরঙ্গ -এর সাথে গানটি প্রকাশিত
হয়েছিল।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: