বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো
পাঠ ও পাঠভেদ:
কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো।
যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো॥
আগমনীর নাচের তালে নতুন মুকুল নামল ডালে,
নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো॥
ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,
কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।
জীর্ণ পাতা উড়িয়ে ফেলা খেল্, কবি, সেই শিশুর খেলা-
নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-১৪১) পর্যায়ের ১৬৮ সংখ্যক গান।
বৈকালী [(১৩৮১ সংস্করণ)]
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪) ৩৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৯৭-৯৮।
পত্রিকা:
প্রবাসী [ভাদ্র (১৩৩৩ বঙ্গাব্দ)]
রাগ: রামকেলি, কালেংড়া, ভৈরবী। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮০।