বিষয়: রবীন্দ্রসঙ্গীত। মোর স্বপন-তরীর কে তুই নেয়ে।
গান সংখ্যা:
শিরোনাম: মোর স্বপন-তরীর কে তুই নেয়ে।
পাঠ ও পাঠভেদ:
লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে॥
আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না,
তোর সুদূর ঘাটে চল্ রে বেয়ে॥
আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক্ পিছে।
তোমার ঘোমটা খুলে দাও, তোমার নয়ন তুলে চাও,
দাও হাসিতে মোর পরান ছেয়ে॥