বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওহে নবীন
অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন।
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
ওহে নবীন
অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন
।
যুগে যুগে
কোথা তুমি ছিলে সঙ্গোপন॥
যতনে কত-কী আনি বেঁধেছিনু গৃহখানি,
হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ
॥
কত আশা
ভালোবাসা গভীর হৃদয়তলে
ঢেকে
রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে
।
একটি না কহি বাণী তুমি এলে মহারাণী,
কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- সুর ও তাল:
-
রাগ: পিলু। তাল:
দাদরা।[ (রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
]। পৃষ্ঠা: ৪৩
- রাগ: পীলু। তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১], পৃষ্ঠা: ৭৯।