বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নিশা-অবসানে কে
দিল গোপনে আনি
পাঠ
ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা : ১৩
নিশা-অবসানে কে দিল গোপনে আনি
তোমার বিরহ-বেদনা-মানিকখানি ॥
সে ব্যথার দান রাখিব পরানমাঝে—
হারায় না যেন জটিল দিনের কাজে,
বুকে যেন দোলে সকল ভাবনা হানি ॥
চিরদুখ মম চিরসম্পদ হবে,
চরম পূজায় হবে সার্থক কবে।
স্বপনগহন নিবিড়তিমিরতলে
বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে,
সেই তো নীরব তব আহ্বানবাণী ॥
পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের মোট দুইটি
পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়। যথা:
RBVBMS 008
[নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 008
ও
RVBMS 028
পাণ্ডুলিপিতে গানটির সাথে তারিখ উল্লেখ আছে-
১৫ ডিসেম্বর/১৯২৭'।
বঙ্গাব্দের বিচারে তারিখ দাঁড়ায় '২৯
অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দ'।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর ৮ মাস।
[রবীন্দ্রনাথের
৬৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
উল্লেখ্য,
১৩৩৪ বঙ্গাব্দের
২৭ ও ২৯ অগ্রহায়ণ কলকাতায় অবস্থানকালে রবীন্দ্রনাথ এই গানটি-সহ দুটি গান রচনা করেন।
অপর গানটি হলো-
২৭ অগ্রহায়ণ। তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও [পূজা-৩৮]
[তথ্য]
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী'
গ্রন্থে [টেগোর
রিসার্চ ইনস্টিটিউট, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা ২৪০]
লিখেছেন-'আমাদের মনে হয় গানটি মৃণালিনী দেবীর মৃত্যুর (৭ই অগ্রহায়ণ ১৩০৯)
স্মরণে রচিত।'
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৮২৭। [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: বিরহ ৮, পৃষ্ঠা: ৫৮-৫৯।[নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ১৩৫। উপবিভাগ: বিরহ ৮। পৃষ্ঠা ৬২।
গীতোৎসব, আধুনিক সংগ্রহ (১৩৩৮ বঙ্গাব্দ)।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) (বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৪১৩) খণ্ডের ১০ সংখ্যক গান। পৃষ্ঠা ২৭-২৯।
পত্রিকা:
মাসিক বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)।***নমুনা পাওয়া যায়নি [যাদবপুর থেকে তথ্যপ্রাপ্ত]।
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল গীতোৎসব (১৩৩৮)
নামক গ্রন্থে। এরপর ১৩৩৯ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত
গীতবিতান -এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ-এ
গানটি প্রথম
অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ গানটি গৃহীত হয়েছিল
পূজা,
পর্যায়ের 'বিরহ'
উপবিভাগে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা পর্যায়ের
('বিরহ'
উপবিভাগ)
১৩৫ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। এই গ্রন্থে গানটি একইভাবে
অন্তর্ভুক্ত হয়েছে।
রাগ: মিশ্র রামকেলী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
রাগ: ভৈরবী,
তোড়ি। তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: দ্া।
লয়: মধ্য।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: