বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
পূর্বগগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত
পাঠ ও পাঠভেদ:

             পূর্বগগনভাগে      
         দীপ্ত হইল সুপ্রভাত
            তরুণারুণরাগে।
শুভ শুভ্র মুহূর্তে আজি সার্থক কর’ রে,
             অমৃতে ভর’ রে     
          অমিতপুণ্যভাগী কে
             জাগে কে জাগে ॥