বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
পূর্বগগনভাগে
দীপ্ত হইল সুপ্রভাত
পাঠ
ও পাঠভেদ:
পূর্বগগনভাগে
দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণরাগে।
শুভ শুভ্র মুহূর্তে আজি সার্থক কর’ রে, অমৃতে ভর’ রে-
অমিতপুণ্যভাগী কে জাগে কে জাগে ॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 027
পাণ্ডুলিপিতে লিখিত গানের নিচে গানটির রচনার তারিখ উল্লেখ আছে-
'৫ মাঘ ১৩৩৩
বঙ্গাব্দ।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
রবীন্দ্রনাথের
৬৫ বৎসর ৯ মাস।
[ রবীন্দ্রনাথের ৬৫ বৎসর বয়সের রচিত গানের তালিকা]
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ। পরিশিষ্ট ক। পৃষ্ঠা ৮৫৫] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, উপবিভাগ: জাগরণ ২, পৃষ্ঠা: ১১০-১১১] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড গীতবিতান পূজা ২৬৫। উপবিভাগ: জাগরণ-২।
নটীর পূজা
[বিশ্বভারতী। পৌষ ১৩৩৮ বঙ্গাব্দ। সূচনা, উপালি'র গান।
রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৪৯।
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি
প্রকাশের
কালানুক্রম: ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত 'নটীর
পূজা' নাটকে অন্তর্ভুক্ত হয়ে গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। 'নটীর পূজা' প্রথম অভিনীত হয়েছিল ১৩৩৩
বঙ্গাব্দের ২৫শে বৈশাখ শান্তিনিকেতনে। এই সময় এই গানটি এই নাটকে ছিল
না। এরপর
'নটীর পূজা' ১৩৩৩ বঙ্গাব্দের ১৪ই
মাঘ মঞ্চস্থ হয়েছিল কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই সময় নাটকটির
সাথে 'উপালি' চরিত্র যুক্ত করা হয়। এই সময় নাটকটির সূচানাতে এই গানটি
উপালি'র গান হিসেবে যুক্ত করা হয়েছিল। তবে সময় অভিনয়পত্রী মুদ্রিত হলেও
মূল নাটকটি মূদ্রিত হয় নি।
১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত 'নটীর পূজা' নাটকে
অন্তর্ভুক্ত হয়ে গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল।
১৩৩৯
বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান -এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
গানটি পাওয়া যায় 'পরিশিষ্ট ক' বিভাগে।
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়েছিল
গীতবিতানের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের
দ্বিতীয় গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৬৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
রাগ: ভৈরব, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১২ ]