বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ধরণী, দূরে
চেয়ে কেন আজ আছিস জেগে
পাঠ ও পাঠভেদ:
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে॥
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি,
মুখে চায় কোন্ অতিথি আকাশের নবীন মেঘে॥
ঘিরেছিস মাথায় বসন কদমের কুসুমডোরে,
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল প’রে।
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দূর্বাদলে
আলোকের ঝলক ঝলে পরানের পুলকবেগে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 464 [নমুনা]
পাঠভেদ
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৯২৩
খ্রিষ্টাব্দের ২৬ এপ্রিল, রবীন্দ্রনাথ শিলঙ্ যাত্রা করেন। দুই মাস শিলঙে কাটিয়ে
তিনি জুন মাসের মাঝামঝি সময়ে কলকাতায় ফিরে আসেন। জুলাই মাসের শুরুতে তিনি
শান্তিনিকেতন আসেন। শান্তিনিকেতন থেকে তিনি কলকাতায় আসেন আগষ্ট মাসের শেষের
দিকে। শান্তিনিকেতনে থাকাকালে তিনি মোট ১০টি গান রচনা করেন। গানগুলো
পাওয়া যায়,
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 464
-তে। এই গানটি রচিত হয়েছিল
২৪ আষাঢ় থেকে ২৬ শে আষাঢ়ের ভিতরে
গানগুলো শান্তিনিকেতনে রচিত হয়েছিল। স্বরবিতান ত্রিংশ খণ্ডে
গানটির তারিখ উল্লেখ আছে '২৬শে
আষাঢ়/১৩৩০
বঙ্গাব্দ'।
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬২ বৎসর
৩ মাস ।
[রবীন্দ্রনাথের ৬২ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৭৭) পর্যায়ের ১০২ সংখ্যক গান।
গীতমালিকা প্রথম খণ্ড (১৩৩৩ বঙ্গাব্দ) । দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রবাহিণী , দ্বিতীয় সংস্করণ, অন্যান্য ( ১৪০২),ঋতুচক্র (অগ্রহায়ণ ১৩৩২ বঙ্গাব্দ)। রবীন্দ্রসংগীত মহাকোষ ১ম ভাগ, ১৪১৪, পৃ ৩৪২।
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতিমালিকা প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪বঙ্গাব্দ) ৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা ১২৩-১২৪।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা ( শ্রাবণ ১৩৩২ বঙ্গাব্দ)।
পরিবেশনা: ১৩৩২ সালের ৩ শ্রাবণ শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসবে গীত।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুরের জীবনী]
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডে (১৩৩৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: দেশ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।