বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		শিরোনাম: 
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
		ওগো 
       ভাগ্যদেবী পিতামহী,
      
      
      			মিটল 
      আমার আশ—
    
      এখন তবে আজ্ঞা করো,
      
      
      বিদায় 
      হবে দাস॥
জীবনের এই বাসররাতি  পোহায় বুঝি,
      
      
      নেবে 
      বাতি—
বধূর 
      দেখা নাইকো,
      
      
      শুধু 
      প্রচুর পরিহাস॥
     
      এখন থেমে গেল বাঁশি,
      
      
      
      শুকিয়ে এল পুষ্পরাশি,
উঠল 
      তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
   
      ছিলেন যাঁরা আমায় ঘিরে  গেছেন যে যার ঘরে ফিরে,
আছ 
      বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥
		
		পাণ্ডুলিপির 
	পাঠ
		পাঠভেদ: 
		তথ্যানুসন্ধান
		
			- ক. রচনাকাল ও স্থান:
- গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
				- স্বরলিপি:
			
			
- সুর ও তাল:
					- রাগ: 
			বিভাস। অঙ্গ: বাউল। তাল: দাদরা।
			[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
- রাগ: 
			বিভাস (বাংলা)। তাল: দাদরা।  
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]