বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: আমার
মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
পাঠ
ও পাঠভেদ:
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান―
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি॥
পাণ্ডুলিপির পাঠ: Ms.028
পাঠভেদ: স্বরবিতান
পঞ্চম
খণ্ডের
(ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
যখন
মল্লিকাবনে প্রথম ধরেছে কলি
আমার
মল্লিকাবনে
যখন প্রথম ধরেছে কলি
: স্বরলিপি, স্বরবিতান ৫ (জ্যৈষ্ঠ ১৩৪৯)
যখন মল্লিকাবনে
প্রথম ধরেছে কলি : গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
কথার অংশ, স্বরবিতান ৫ (জ্যৈষ্ঠ ১৩৪৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬৯ বৎসর ১০ মাস বয়সের রচনা।
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৬২) পর্যায়ের ২৪৯ সংখ্যক গান।
নবীন (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)। দ্বিতীয় পর্ব, চতুর্থ গান। রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৯৩)। পৃষ্ঠা ৭৭।
বনবাণী গ্রন্থে পুনরায় প্রকাশ (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
অঙ্গ: কীর্তন। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৮।]