বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বাহিরে ভুল হানবে যখন অন্তরে
ভুল হানবে কি
পাঠ ও পাঠভেদ:
বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল হানবে কি ?
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি ?।
রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা ?
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙ রাঙবে কি ?।
যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে !
অভিমানের কালো মেঘে বাদল-হাওয়া লাগবে বেগে,
নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি ?।
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
এই গানটি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায়। ১৩২৬
বঙ্গাব্দে রবীন্দ্রনাথ রাজা নাটককে অভিনয়যোগ্য করার উদ্যোগ
নেন এবং এই সূত্রে তিনি রচনা করেন অরূপরতন । এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
১৩২৬ বঙ্গাব্দের মাঘ মাসে। এই গ্রন্থে
রবীন্দ্রনাথ এই গানটি-সহ মোট ৮টি নতুন গান যুক্ত করেছিলেন। সঙ্গত কারণেই ধারণা করা হয়,
এই গানগুলো তিনি রচনা করেছিলেন ১৩২৬ বঙ্গাব্দের মাঘের মাসের আগে। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৮ বৎসর।
[
রবীন্দ্রনাথের ৫৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
অরূপরতন
প্রথম সংস্করণ [মাঘ ১৩২৬ প্রথম দৃশ্য। গানের দলের গান। পৃষ্ঠা: ২৮-২৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ [পুনর্লিখিত সংস্করণ, কার্তিক ১৩৪২। তৃতীয় দৃশ্য। সুরঙ্গমার গান। পৃষ্ঠা ৩৩] [নমুনা]
রবীন্দ্র্ররচনাবলী ত্রয়োদশ খণ্ড (বিশ্বভারতী)। অরূপরতন। পৃষ্ঠা ১৮৮।
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২০০, উপ-বিভাগ: দুঃখ-৯।
শাপমোচন
প্রথম সংস্করণ [১৩৩৮ বঙ্গাব্দ। ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৩] [নমুনা]
দ্বিতীয় সংস্করণে [১৩৩৯ সংস্করণ] ২২ সংখ্যক গান। নমুনা পাওয়া যায় নি।
রবীন্দ্র্ররচনাবলী দ্বাবিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৯৭।
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২) খণ্ডের ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা : ৫৫-৫৬। [নমুনা]
স্বরলিপি-সংবলিত শাপমোচন (১৩৩৯ বঙ্গাব্দ)। বাণী অংশ - পৃষ্ঠা ২২। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৭৬-৭৮।
পত্রিকা:
প্রবাসী [জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ। স্বরলিপি সাহানাদেবী। পৃষ্ঠা: ২৩৯-২৪০] [নমুনা]
রেকর্ডসূত্র: ১৯২৬ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। গানটির শিল্পী ছিলেন সাহানা দেবী (বসু)। রেকর্ড নম্বর P 8569
।
প্রকাশের
কালানুক্রম: ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত
অরূপরতন-এর প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর সাহানাদেবীর
স্বরলিপি-সহ গানটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৩৪'
সংখ্যায়। পরে শাপমোচন প্রথম সংস্করণ (১৩৩৮ বঙ্গাব্দ) এবং দ্বিতীয় সংস্করণ
(১৩৩৯ বঙ্গাব্দ)-এর সাথে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এরপর
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত
হয়েছিল (উপবিভাগ:
দুঃখ:
৯)।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২০০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের
পৌষ মাসে।
গ্রহস্বর-সা। লয়-মধ্য।