বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
 আন্মনা, আন্মনা
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-৫৩)পর্যায়ের 
৮০ সংখ্যক গান।
                
আন্মনা, আন্মনা
তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না॥
বার্তা আমার ব্যর্থ হবে,  সত্য আমার 
বুঝবে কবে,
    তোমারো মন জানব না, 
               আন্মনা, আন্মনা॥
লগ্ন যদি হয় অনুকূল মৌনমধুর সাঁঝে,
নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে,
           দেব তোমায় শান্ত সুরের 
সান্ত্বনা॥
ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে
                মন্দ মৃদুল তানে,
ঝিল্লি যেমন শালের বনে নিদ্রানীরব রাতে
অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে,
    একলা তোমার বিজন 
প্রাণের প্রাঙ্গণে
             প্রান্তে বসে একমনে
এঁকে যাব আমার গানের আল্পনা,
            আন্মনা, আন্মনা॥
	- 
	পাণ্ডুলিপি পাঠ: 
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি 
	
		- 
		Ms. 048
- 
		Ms. 102
- 
		Ms. 109 (iii)
 
- পাঠভেদ:
 
- রচনাকাল: 
প্রভাতকুমার 
	মুখোপাধ্যায় তাঁর 
'গীতবিতান কালানুক্রমিক সূচী' 
গ্রন্থে গানটির রচনাকাল লিখেছেন- ৩০ আশ্বিন ১৩৩১ বঙ্গাব্দ [১৮ 
অক্টোবর ১৯২৪ খ্রিষ্টাব্দ]। উল্লেখ্য ১৮ অক্টোবর ছিল ১ কার্তিক, শনিবার। 
স্বরবিতান-৩-এ এই গানের তারিখ লিখা হয়েছে- ১৯ অক্টোবর ১৯২৪। কিন্তু পূরবীতে 'আনমনা' 
শিরোনামে এই গানটি কবিতা হিসাবে পাওয়া যায়। এই কবিতার নিচে তারিখ লিখা আছে- ১৮ 
অক্টোবর ১৯২৪। [রবীন্দ্ররচনাবলী  চতুর্দশ (১৪) খণ্ড, (বিশ্বভারতী)। পৃষ্ঠা : 
৬৫]। সবদিক বিবেচনা করে, ধারণা করা যায়- গানটির প্রকৃত রচনাকাল হবে-   ১ 
কার্তিক ১৩৩১ বঙ্গাব্দ [১৮ অক্টোবর ১৯২৪ খ্রিষ্টাব্দ]। এই বিচারে বলা যায় যে- গানটি  
রবীন্দ্রনাথের ৬২ বৎসর ৬ মাস বয়সের রচনা।
 
 উল্লেখ্য, 
 ১ 
কার্তিক ১৩৩১ বঙ্গাব্দ [১৮ অক্টোবর ১৯২৪ খ্রিষ্টাব্দ] তারিখে রবীন্দ্রনাথ সকাল সাড়ে 
দশটায় শেরবুর্গ বন্দর থেকে  'আন্ডেস'  জাহাজে দক্ষিণ আমেরিকার উদ্দেশে 
রওনা হন। যাত্রার প্রথম দিনেই তিনি দুটি কবিতা রচনা করেন। এই কবিতা দুটি হল - 
'অপরিচিতা' ও 'আন্মনা'। এর ভিতর 'আন্মনা' কবিতাটিকে তিনি গানে রূপ দেন। পরে এ 
গানটি তিনি 'শাপমোচন' নামক গীতি-আলেখ্যে রাজার গান হিসাবে ব্যবহার করেন।
 
- তথ্যানুসন্ধান
		- খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ:
				- গীতবিতান
					- তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, 	তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 
					প্রেম(প্রেম বৈচিত্র্য-৫৩)পর্যায়ের ৮০ সংখ্যক গান।
 
- পূরবী 
				
				
- শাপমোচন (১৩৩৮ বঙ্গাব্দ)।রাজার গান। রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ (২২) খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৯৫।
- 
				স্বরবিতান
				 তৃতীয়
				(৩) 		খণ্ডের (মাঘ ১৪১২)৪৯ সংখ্যক গান। ১৫২-১৫৪।
 
- পত্রিকা:
				- প্রবাসী, ফাল্গুন ১৩৩১
- প্রবাসী, বৈশাখ ১৩৩২
 
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- স্বরলিপি:
			[নমুনা]
- স্বরলিপিকার:
		দিনেন্দ্রনাথ ঠাকুর
 [দিনেন্দ্রনাথ 
			ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- সুর ও তাল:
		- 
			স্বরবিতান
			
			তৃতীয়(৩) খণ্ডে (মাঘ ১৪১২)গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩। ৩ মাত্রা ছন্দে
			দাদরা তালে নিবদ্ধ। 
			
 [
					দাদরা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : কীর্তনাঙ্গ। 
		[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের 
		গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
- 
		রাগ:  
		কীর্তন। 
		তাল: 
		দাদরা।
		[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৭] 
- 
		রাগ: 
		কীর্তন। তাল: দাদরা।  
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]
				 
 
- গ্রহস্বর : মা। 
- লয় : মধ্য।