মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ-
ভুবন জুড়ে রইল আনন্দ-আবেশ ॥
দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যামেঘের শেষ শোনাতে
মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে
অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।
এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়
শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥
রাগ: বেহাগ। তাল: দাদরা।[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭১।
			রাগ :
			বেহাগ, খাম্বাজ। তাল: 
			দাদরা। 
			
			[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: 
			১২৪।]