বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
নে রে
ও মন,
নে রে আপন প্রাণে টানি
॥
সবুজ-নীলে
সোনায় মিলে
যে সুধা এই ছড়িয়ে দিলে,
জাগিয়ে
দিলে আকাশতলে গভীর বাণী,
নে রে
ও মন,
নে রে আপন প্রাণে টানি
॥
এমনি করে চলতে পথে ভবের কূলে
দুই
ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে।
সে ফুলগুলি
চেতনাতে
গেঁথে তুলিস দিবস-রাতে,
দিনে দিনে আলোয় মালা ভাগ্য মানি-
নে রে
ও মন,
নে রে আপন প্রাণে টানি
॥
RBVBMS 357
[নমুনা]
RBVBMS 478
[নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
RBVBMS 357
।
পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে, গানটি রচনার তারিখ উল্লেখ আছে- '২৫ শে
আষাঢ়/১৩১৭'। আবার
RBVBMS 478
পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে, গানটি রচনার তারিখ ও স্থানের
উল্লেখ আছে- '২৫শে আষাঢ়/১৩১৭/শিলাইদা'।
উল্লেখ্য, ২১ আষাঢ়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন
থেকে কলকাতায় আসেন। ২২ আষাঢ়
ভোরে শিলাইদহের উদ্দেশে রওনা দিয়ে রাত্রি বেলায় পৌঁছান। ২৮ আষাঢ় পর্যন্ত
রবীন্দ্রনাথ শিলাইদহ এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ করেন। এই সময়ের ভিতরে তিনি এই
গানটি-সহ মোট
৪টি গান রচনা করেন।
এই এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর
৩।
[রবীন্দ্রনাথের ৪৯ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ,
গীতাঞ্জলি
১০৬,
পৃষ্ঠা ৪০৯-৪১০] [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি'
থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৪৯]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়:
পূজা, উপবিভাগ:
আত্মবোধন
৪, পৃষ্ঠা: ১০৯]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ [বিশ্বভারতী, চৈত্র ১৪১৩। পর্যায়: পূজা ২৬২। উপবিভাগ: আত্মবোধন-৪]
-
অখণ্ড গীতবিতান
পূজা ২৬২। আত্মবোধন-৪।
-
গীতাঞ্জলি
- প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান
পাবলিশিং হাউস,
২০ ভাদ্র ১৩১৭
বঙ্গাব্দ,
১১৪ সংখ্যক গান,
পৃষ্ঠা ১৩০]
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)।
পৃষ্ঠা ৮৯-৯০।
-
সঙ্গীত-গীতাঞ্জলি [১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ]
ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
একাদশ (১১,
কেতকী) খণ্ডের ২৬ সংখ্যক গান।
পৃষ্ঠা ৭৭-৮০। [নমুনা]
-
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
-
প্রকাশের কালানুক্রম:
গানটি রচনার পর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- গীতাঞ্জলি প্রথম সংস্করণ (১৩১৭ বঙ্গাব্দ), কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড | (১৩২৩ বঙ্গাব্দ) ও সঙ্গীত-গীতাঞ্জলি (১৩৩৪ বঙ্গাব্দ )
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণে, ১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি' থেকে গৃহীত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়েছিল গীতবিতানের প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের আত্মবোধন উপবিভাগের চতুর্থ গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ২৬২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ
ঠাকুর।
স্বরবিতান-১১
ভীমরাও শাস্ত্রী।
সঙ্গীত গীতাঞ্জলি
- সুর ও তাল:
-
স্বরবিতান-১১-তে
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
'দাদরা'
তালে নিবদ্ধ।
- রাগ: রামকেল, ভৈরবী। তাল:
দাদরা
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১
- রাগ: কালেংড়া, ভৈরবী। তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৫]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।