হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি-
আঙিনাতে বাহিরিতে মন গেল ঠেকি॥
বাতাসে লুকায়ে থেকে কে যে তোরে গেছে ডেকে,
পাতায় পাতায় তোরে পত্র সে যে গেছে লেখি॥
কখন্ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি,
চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি।
বকুল পেয়েছে ছাড়া, করবী দিয়েছে সাড়া,
শিরীষ শিহরি উঠে দূর হতে কারে দেখি॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের দুটি পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়-
96 (iv): 'তাসের দেশ' নাটকে রাজপুত্রের গান। [পাণ্ডুলিপি]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের ৬৬ বৎসর ১০ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
নবীন, প্রথম পর্ব, নবম গান (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)।
বনবাণী (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
বিচিত্রা (বৈশাখ ১৩৩৫ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৪১৪), গান সংখ্যা: ২২, পৃষ্ঠা ৫২-৫৫।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: তাসের
দেশ -এর
প্রথম সংস্করনে
গানটি
(ভাদ্র ১৩৪০
বঙ্গাব্দ) মুদ্রিত হলেও পরবর্তী সংস্করণে (মাঘ ১৩৪৫
বঙ্গাব্দ) বর্জিত হয়।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : পিলু-খাম্বাজ। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৫।
রাগ: কাফি-পিলু। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৭।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: না।
লয়: মধ্য।