বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যাই
যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই।
পাঠ ও পাঠভেদ:
যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই।
যা হবার তা হবে আমার, ভেসেছি তো ভেসে যাই॥
ছিল যত সহিবার সহেছি তো অনিবার-
এখন কিসের আশা আর। ভেসেছি তো ভেসে যাই॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
আলাইয়া-আড়খেমটা।
পৃষ্ঠা: ৪৪২][নমুনা]
গীতবিতান
রবিচ্ছায়া
[সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৬৬। আলাইয়া-আড়খেমটা।
পৃষ্ঠা ৬০] [নমুনা]
স্বরবিতান
পঞ্চত্রিংশ
(৩৫)
খণ্ডের ২৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৯-৭০।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চত্রিংশ (৩৫) খণ্ডে (সংস্করণ ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ছন্দে তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র বিলাবল। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০, পৃষ্ঠা ৮৩।]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর: সা।
লয়: