বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		শিরোনাম:ওলো সই, ওলো সই
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৮১
	
  ওলো সই, ওলো সই,
আমার    
		           
		 ইচ্ছা করে 
তোদের মতন মনের কথা কই।
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি,
    কভু হেসে কভু কেঁদে 
চেয়ে বসে রই॥
         
ওলো সই, ওলো সই,
তোদের আছে মনের কথা, আমার আছে কই।
আমি    কী বলিব, কার কথা, 
কোন্ সুখ, কোন্ ব্যথা-
    নাই কথা, তবু সাধ শত 
কথা কই॥
    ওলো সই, ওলো সই,
তোদের    এত কী বলিবার আছে 
ভেবে অবাক হই।
আমি    একা বসি সন্ধ্যা 
হলে  আপনি ভাসি নয়নজলে,
    কারণ কেহ শুধাইলে নীরব 
হয়ে রই॥
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	রবীন্দ্র-পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়।
MS. 
	NO 426 (i)
	
	[নমুনা]
	 ।
 
	
	
	পাঠভেদ: পাঠভেদ আছে।
            আমার     ইচ্ছা করে 
তোদের মতন             
: স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
            আমার     
ইচ্ছা করে তোদের মত               
: কাব্যগ্রন্থাবলী (১৩০৩)
                                                                       
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান: ১৩০২ 
	বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিকে রবীন্দ্রনাথ উত্তরবঙ্গ সফর করেন। আশ্বিন মাসের 
	পুরো সময়টুকু তিনি শিলাইদহে কাটান।  
MS. 
	NO 426 (i)
	-তে লিখিত 
	পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল উল্লেখ আছে-'৫ আশ্বিন। ১৩০২। শিলাইদহ। বোট। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	গ্রন্থ: 
	
	
		- 
		গীতবিতান
			- 
			
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
			[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ 
			থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১০১-১০২]
			[নমুনা:
			প্রথমাংশ,
			শেষাংশ]
			
- দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)।(প্রেম 
বৈচিত্র্য-৫৪) পর্যায়ের ৮১ সংখ্যক গান।
 
- 
		
		স্বরবিতান পঞ্চত্রিংশ 
		(৩৫) 
খণ্ডের (ফাল্গুন ১৪১৩) ৯ সংখ্যক গান। পৃষ্ঠা ২৬-২৮।<
[নমুনা]
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপিকার:  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
- সুর ও তাল:
		
			-  রাগ : মিশ্র 
বিভাস। তাল : দাদরা [স্বরবিতান পঞ্চত্রিংশ 
			(৩৫) 
খণ্ডের (ফাল্গুন ১৪১৩)]
 জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি 
স্বরলিপি-গীতিমালা (১৩০৪)-তে প্রকাশিত হয়েছিল। এই স্বরলিপিতে তালের নাম আড়খেমটা 
উল্লেখ আছে।
 
- মিশ্র  বিভাস ;[রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৯]
 
- রাগ: 
		বিভাস। অঙ্গ: কীর্তন। তাল: দাদরা
		।[রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
			]। পৃষ্ঠা: ৪৩
 
- রাগ: বিভাস (বাংলা)।  তাল: দাদরা 
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই 
				২০০১], পৃষ্ঠা: ৭৮।
 
- গ্রহস্বর: সা
 
- লয়: মধ্য