বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		
কাল    
		রাতের বেলা গান এল মোর মনে
		
		পাঠ ও পাঠভেদ:
		
কাল রাতের বেলা গান এল মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব'লে কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে-
তখন তুমি ছিলে না মোর সনে॥
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমার যাব বলে।
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পূরে,
সেই কথাটি লাগল না সেই সুরে যতই প্রয়াস করি পরানপণে-
যখন তুমি আছ আমার সনে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 111 [ নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
			ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে 
	এই গানটির আগে ছিল 'কোন্ ক্ষ্যাপা শ্রাবণ এলো'। পাণ্ডুলিপিতে এই গানটির রচনার 
	সময় স্থান উল্লেখ আছে 'আশ্বিন/১৩২২/শান্তিনিকেতন/। 
	এর পরের গানটির স্থান ও তারিখ উল্লেখ আছে ৭ই কার্ত্তিক/ শ্রীনগর কাশ্মীর'। 
	আলোচ্য গানটি পাণ্ডুলিপিতে লেখার হয়তো তারিখ ও স্থান উল্লেখ করতে ভুলে 
	গিয়েছিলেন। উল্লেখ্য ১৩২২ বঙ্গাব্দের ৭ 
আশ্বিন, রবীন্দ্রনাথ 
শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন। ৭ আশ্বিন থেকে ২৪ আশ্বিন [শুক্রবার ১ অক্টোবর] 
পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন। ২৪ আশ্বিন তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন।
	এ সব বিবেচনায় ধারণা করা যায়, তিনি আশ্বিন মাসের প্রথম সপ্তাহ থেকে ৭ই 
	কার্তিকের ভিতরে গানটি রচনা করেছিলেন। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল
৫৪ বৎসর ৫-৬ মাস মাস বয়স।   
 
পাণ্ডুলিপি-তে গানটির নিচে তারিখ বা নেই। ১৩২২ বঙ্গাব্দের ৭ আশ্বিন থেকে ২৪ আশ্বিন [শুক্রবার ১ অক্টোবর] পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন। ৭ আশ্বিন থেকে ২৪ আশ্বিন [শুক্রবার ১ অক্টোবর] পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন। ২৪শে আশ্বিন তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সূত্রে ধারণা করা হয়, তিনি ৭ই আশ্বিনের আগেই গানটি রচনা করেছিলেন। এই বিচারে বলা যায়, গানটি রবীন্দ্রনাথ ৫৪ বৎসর ৫ মাস বয়সে রচনা করেছিলেন। [দেখুন : কালানুক্রমিক সূচি]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (উপ-বিভাগ : গান-৯) পর্যায়ের ৯ সংখ্যক গান।
গীতপঞ্চাশিকা [আশ্বিন ১৩২৫ বঙ্গাব্দ]
স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা, আশ্বিন ১৪১৬) খণ্ডের ৩ সংখ্যক গান। পৃষ্ঠা ১৪-১৫।
পত্রিকা:
প্রবাসী [অগ্রহায়ণ, ১৩২২ বঙ্গাব্দ]। শিরোনাম : "রাতে ও সকালে"
আনন্দ-সঙ্গীত পত্রিকা [জ্যৈষ্ঠ ১৩২৩]। স্বরলিপিকারের নাম অনুল্লিখিত।
	
	স্বরবিতান 
ষোড়শ (১৬, 
গীতপঞ্চাশিকা, আশ্বিন ১৪১৬) 
খণ্ডে মুদ্রিত স্বরলিপির সাথে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা 
ছন্দে নিবদ্ধ ; অর্থাৎ
	গানটি 
'দাদরা'  
তালে নিবদ্ধ। 
        [স্বরলিপি]
রাগ : ভৈরবী। তাল : দাদরা [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন। ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার]
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: ভৈরবী। তাল : দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩) পৃষ্ঠা: ৪৪ ]।
রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৮১।
গ্রহস্বর : ঋসা
লয় : মধ্য