বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।
পাঠ ও পাঠভেদ:

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।
গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে॥
ওই-যে দ্বারের যবনিকা নানা বর্ণে চিত্রে লিখা
নানা সুরের অর্ঘ্য শুনি জলে স্থলে-
'পথের বাঁধন ঘুচিয়ে ফেলো' এই কথা সে'ই বলে।
মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই অন্তবিহীন ফেরাফেরি
যেও গো নিয়ে আনাগোনার পারে॥