বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার নয়ন তোমার নয়নতলে
মনের কথা খোঁজে
পাঠ ও পাঠভেদ:
আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায় কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে ॥
নীরব দিঠে শুধায় যত পায় না সাড়া মনের মতো,
অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম'জে॥
তুমি আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
এই-যে আমি মালা আনি, তার বাণী কেউ শোনে?
পথ দিয়ে যাই যেতে যেতে হাওয়ায় ব্যথা দিই যে পেতে-
বাঁশি বিছায়
বিষাদ-ছায়া তার ভাষা কেউ বোঝে॥
পাণ্ডুলিপির পাঠ:
MS. NO 024
MS. NO 027
MS. NO 028
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ
'বউঠাকুরানীর হাট' উপন্যাসটি অবলম্বনে প্রথম 'প্রায়শ্চিত্ত' নাটকটি রচনা করেন।
১৩৩৪
বঙ্গাব্দে
'প্রায়শ্চিত্ত'
নাটকটিকে পুনরায় সংস্কার করে তৈরি করেন। এই নাটকটি প্রথম প্রকাশিত হয়
১৩৩৪
বঙ্গাব্দের
শারদীয়া বসুমতি পত্রিকায়। এই সময় এই গানটি পরিত্রাণ
নাটকের সাথে যুক্ত করা হয়। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর।
এই গানটিকে রবীন্দ্রনাথ পরে কবিতায় রূপ দেন। কবিতাটি 'সন্ধান' নামে
রবীন্দ্রনাথের মহুয়া
কাব্যে যুক্ত হয়। এই কাব্যে
এই
কবিতাটির রচনাকাল পাওয়া যায়,
'শ্রাবণ ১৩৩৫?'।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।প্রেম ৯২।
পরিত্রাণ (১৩৩৬ বঙ্গাব্দ)। নটীদের নাচ ও গান। প্রথম অঙ্ক, চতুর্থ দৃশ্য। রবীন্দ্ররচনাবলী বিংশ (২০) খণ্ড, (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১৪৮।
স্বরবিতান তৃতীয় (৩) খণ্ডের (মাঘ ১৪১২) অষ্টম গান। পৃষ্ঠা ২৭-২৮।
পত্রিকা:
বার্ষিক বসুমতী (১৩৩৪ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [মূল স্বরলিপি] [সুরলিপি]
স্বরলিপিকার:স্বরলিপিকার:
স্বরবিতান
তৃতীয়
খণ্ডের প্রথম সংস্করণে (আশ্বিন ১৩৪৩) এই গানটির স্বরলিপিটি ছিল
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত।
স্বরবিতান
তৃতীয়
খণ্ডের সর্বশেষ সংস্করণ (অগ্রহায়ণ ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর
হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৮-১৫৯] মূল স্বরলিপিটি
অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
[দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান
তৃতীয় (৩)
খণ্ডে (মাঘ ১৪১২)
গৃহীত স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিটি ৩। ৩ মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
রাগ: মিশ্র গৌর
[রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
রাগ: ছায়ানট।
তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ২৯।]
রাগ: ছায়ানট, কেদারা। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৬।]
[
দাদরা তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।