বিষয়: রবীন্দ্রসঙ্গীত 
শিরোনাম: ভালোবাসি, ভালোবাসি
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-১০২) 
	পর্যায়ের ১২৯ সংখ্যক গান।
	 ভালোবাসি, ভালোবাসি-
		এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥
		আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
		দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় গো ভাসি॥
		সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
		অতল রোদন উঠে দুলে।
		সেই সুরে বাজে মনে অকারণে
		ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥
	
 
 
	- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান:  আশ্বিন মাসের পূর্বে ১৩৩১ 
		বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ৪-৫ মাস বয়সের রচনা।
- 
		 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
				- 
				গীতবিতান 
				
					- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম 
					বৈচিত্র্য-১০২) পর্যায়ের ১২৯ সংখ্যক গান।
 
-  রক্তকরবী (বৈশাখ ১৩৩৩ 
				বঙ্গাব্দ)। রক্তকরবী। নন্দিনীর গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ (১৫) 
				খণ্ড। (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ৩৭৪। 
-  
	
	স্বরবিতান দ্বিতীয় খণ্ডের  (মাঘ ১৪১২)
 ২০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৭-৬৮।
 [নমুনা] 
 
-  পত্রিকা: 
 
			-   প্রবাসী 
			(আশ্বিন ১৩৩১ বঙ্গাব্দ)। রক্তকরবী নাটকের সাথে প্রকাশিত হয়। 
 
 
-  গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
			- স্বরলিপি:
		 [নমুনা] 
- স্বরলিপিকার: 
			দিনেন্দ্রনাথ ঠাকুর।
 [ দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- 
		সুর ও তাল: 
		
		- 
		
	স্বরবিতান দ্বিতীয় খণ্ডে  (সংস্করণ  মাঘ 
১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।  উক্ত স্বরলিপিটি 
 ৩।৩ ছন্দে  '
 দাদরা
    
তালে নিবদ্ধ।
 [দাদরা 
				তালে নিবদ্ধ গানের তালিকা]
-  রাগ : খাম্বাজ।
			 তাল: দাদরা  [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. 
		ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭১] 
- 
		 
		রাগ : খাম্বাজ। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। 
			পৃষ্ঠা: ৭১ 
-  তাল: কাহারবা  
 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার 
			চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৩] 
		
 
-  গ্রহস্বর-র্সা। 
 
-  লয়- মধ্য।