বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: বাঁধন ছেঁড়ার সাধন হবে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা (সাধনা ও সংকল্প-১১) 
	পর্যায়ের ১৮৫ সংখ্যক গান। 
	
		
			 বাঁধন ছেঁড়ার সাধন হবে,
			ছেড়ে যাব তীর মাভৈ-রবে ॥
			যাঁহার হাতের বিজয়মালা
			রুদ্রদাহের বহ্নিজ্বালা
			নমি নমি নমি সে ভৈরব ॥
			কালসমুদ্রে আলোর যাত্রী
			শূন্যে যে ধায় দিবস-রাত্রি।
			ডাক এল তার তরঙ্গরেই,
			বাজুক বক্ষে বজ্রভেরী
			    অকূল প্রাণের সে উৎসবে॥ 
		
	
 
	-  পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি 
	
	
- 	পাঠভেদ:	
	
- তথ্যানুসন্ধান: 
				
					-  
					
					প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ  [ বিশ্বভারতী, মাঘ ১৩৪৮,
					 পর্যায়:
					
					পূজা,  উপবিভাগ:
					
					সাধনা ও সংকল্প: ১১, পৃষ্ঠা: 
					৮০-৮১]   [নমুনা:
					প্রথমাংশ, 
					শেষাংশ] 
-  
					অখণ্ড, 
					তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), 
					
					পূজা ১৮৫, উপ-বিভাগ : 
					
					সাধনা ও সংকল্প: ১১। 
 
- 
				
				বৈকালী [
				১৩৩৩  বঙ্গাব্দ
				।		  
				৩৩  সংখ্যক গান।
				পৃষ্ঠা: ৩৬] 
				[নমুনা]
- 
				
				নটীর পূজা [বিশ্বভারতী,
				১৩৩৩ বঙ্গাব্দে] 
	আংশিক: পৃষ্ঠা: ১০ [নমুনা],
	সম্পূর্ণ: পৃষ্ঠা: ৪৩ [নমুনা]
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৭-৫৯। 
	 [নমুনা]
			
			পত্রিকা:
		-  
		
		শান্তিনিকেতন পত্রিকা   (বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ)।
- প্রবাসী 
		-  শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দ 
		সংখ্যা। কষ্টিপাথর। নববর্ষ ৩। পৃষ্ঠা ৬২১।  
		[নমুনা] 
- কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ।  বৈকালী। গান ১। পৃষ্ঠা ১।
		[নমুনা] 
 
মাসিক বসুমতি [৫ম বর্ষ, বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ। নটীর পূজা। শ্রীমতির গান। 
		পৃষ্ঠা: ২৭]
		[নমুনা] 
	
		 
			রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।   
 
		  প্রকাশের কালানুক্রম:  গানটি 
			প্রথম প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতন পত্রিকার 'বৈশাখ ১৩৩৩' সংখ্যায় এবং  মাসিক বসুমতি পত্রিকার '৫ম বর্ষ, বৈশাখ ১৩৩৩'  সংখ্যায় প্রকাশিত 'নটীর পূজা' নাটকের সাথে। একই বছরের প্রবাসী পত্রিকার শ্রাবণ ও কার্তিক সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ৈছিল, সেগুলো হলো- বৈকালী (১৩৩৩ বঙ্গাব্দ) ও নটীর পূজা  (১৩৩৩ বঙ্গাব্দে)।
		
		এরপর ১৩৩৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত গীতবিতান -এর তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা (উপবিভাগ: সাধনা ও সংকল্প- ১১)। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ১৮৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।   
		
 
		গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: