পথে যেতে ডেকেছিলে মোরে।
পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।
এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি–
সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে॥
ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে–
মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে
আমি আছি তুমি নাই কালি নিশিভোরে॥
(১ অগ্রহায়ণ ১৩৩৩ বঙ্গাব্দ)। ১৩৮১ বঙ্গাব্দ সংস্করণে গৃহীত হয়েছিল। ৩৪ সংখ্যক গান, পৃষ্ঠা ৩৭। [নমুনা]
রবীন্দ্ররচনাবলী ৪র্থ খণ্ড (পশ্চিমবঙ্গ সরকার)। পৃষ্ঠা ৮১২।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান -এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল ১৩৪৮
বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১১৬ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।