বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: পথে যেতে ডেকেছিলে মোরে
পাঠ ও পাঠভেদ:
	- 
	গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর পাঠ: 
	পূজা : 
	১১৬  
	
		
			 পথে যেতে ডেকেছিলে মোরে।
			পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।
			এসেছে নিবিড় নিশি, 
			পথরেখা গেছে মিশি–
			সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে॥
			ভয় হয়, পাছে ঘুরে ঘুরে 
			যত আমি যাই তত যাই চলে দূরে–
			মনে করি আছ কাছে, 
			তবু ভয় হয়, পাছে
			আমি আছি তুমি নাই কালি নিশিভোরে॥ 
		
	
	
	RBVBMS 027 
	
	[নমুনা]
	
	
	RBVBMS 028 
[নমুনা] 
	
	
	RBVBMS 2 98 
	[নমুনা]
	 
		পাঠভেদ: 
	
	স্বরবিতান দ্বিতীয় খণ্ড-এর ১৭৪ পৃষ্ঠায় মুদ্রিত 
	পাঠভেদ অনুসারে নিচের পাঠটি তুলে ধরা হলো।
	         আমি আছি তুমি নাই কালিনিশি ভোরে         
	: নটীর পূজা (১৩৩৩)
         আমি আছি তুমি নাই কালীনিশি ভোরে         : গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
	                                                                    
	স্বরবিতান-২ (আশ্বিন১৩৪৩)তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান: 
		১৩৩৩ বঙ্গাব্দে
	১লা বৈশাখ থেকে ১৭ই বৈশাখের 
		মধ্যে
	রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে 
		ছিলেন এই সময় তিনি মোট ৭টি গান রচনা করেন। এর ভিতরে এই গানগুলি রবীন্দ্রনাথ 
		রচনা করেছিলেন  ১৩৩৩ বঙ্গাব্দের ৮ বৈশাখ।  গানটি রবীন্দ্রনাথের 
		৬৫ বৎসর  পূর্ণ 
		হওয়ার কিছু পূর্বে গানটি রচিত হয়েছিল।  
		        
		
 [রবীন্দ্রনাথের 
		৬৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
				- 
				
				গীতবিতান
					-  
					
					তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ)।
				 
					পৃষ্ঠা: ৭৩১ [নমুনা]
- 
					
					প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮),
					
					পর্যায়:
					
					পূজা, 
					উপবিভাগ: প্রার্থনা ২৫, পৃষ্ঠা: ৪৯-৫০। 
		 		[নমুনা:
		প্রথমাংশ,
		শেষাংশ] 
- 
					অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), 
					
					
					পূজা ১১৬, উপ-বিভাগ :
					
					প্রার্থনা 
					২৫, পৃষ্ঠা: ৫৩।
 
-  
				
				বৈকালী 
					- 
					 ১৩৮১ 
					বঙ্গাব্দ সংস্করণ।
					১ অগ্রহায়ণ ১৩৩৩ বঙ্গাব্দ)
					
					ে গৃহীত হয়েছিল ।
					৩৪ 
					সংখ্যক গান, 
					পৃষ্ঠা ৩৭। [নমুনা] 
-  
					রবীন্দ্ররচনাবলী  ৪র্থ খণ্ড (পশ্চিমবঙ্গ সরকার)। পৃষ্ঠা ৮১২।
 
- 
				
				নটীর পূজা
				- 
				প্রথম সংস্করণ [বিশ্বভারতী 
			(১৩৩৩ বঙ্গাব্দ) 
				তৃতীয় অঙ্ক, 
				শ্রীমতির গান,
				পৃষ্ঠা 
				৫৯] [নমুনা] 
- 
				রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ খণ্ড (বিশ্বভারতী),
				তৃতীয় 
				অঙ্ক, 
				শ্রীমতির গান,
				পৃষ্ঠা: ১৭৮-৭৯।
 
 
- পত্রিকা: 
			- 
	
	প্রবাসী (কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ)।
	 বৈকালী। 
	গান ২।  
	পৃষ্ঠা: ১  
	[নমুনা]
 
-  
				মাসিক 
				বসুমতী  (বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ),  
	নটীর পূজা , 
	তৃতীয় অঙ্ক, 
	শ্রীমতির গান,
	পৃষ্ঠা: ৩৬-৩৭। 
	[নমুনা:
	
	প্রথমাংশ,
	
	শৈষাংশ] 
 
-  
			রেকর্ডসূত্র: 
			 গানটির 
			কোনো রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
প্রকাশের 
			কালানুক্রম:গানটি প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক বসুমতী (বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ) পত্রিকায় 'নটীর  পূজা' নামক নাটকের অংশ হিসেবে। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- নটীর পূজা প্রথম সংস্করণ (১৩৩৩ বঙ্গাব্দ), প্রবাসী  (কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ), বৈকালী (১ অগ্রহায়ণ ১৩৩৩ বঙ্গাব্দ)-তে।
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতান -এর তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১১৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
 
			গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		 
			
			 
			 
			পর্যায় 
			- বিষয়াঙ্গ: পূজা, প্রার্থনা 
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য। 
গ্রহস্বর:ন্। 
 
				
				লয়:   
				
				
						
				মধ্য।