বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
		শিরোনাম: 
যে ফুল ঝরে সেই তো ঝরে
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম : ৩৮৭
	
যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে―
		বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে॥  
    গন্ধ দিলে, হাসি দিলে, 
ফুরিয়ে গেল খেলা।
    ভালোবাসা দিয়ে গেল, তাই কি 
হেলাফেলা॥
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
- 
	
	পাঠভেদ: 
	 
	
- 
	
	
	তথ্যানুসন্ধান
	- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
- 
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- 
		গ্রন্থ
- পত্রিকা
		- বিশ্বভারতী পত্রিকা 
		(শ্রাবণ-আশ্বিন ১৩৭৫ বঙ্গাব্দ)।
 
- 
 	রেকর্ডসূত্র: নাই।
- প্রকাশের 
		কালানুক্রম: 
 
 
- গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপি: 
- 
স্বরলিপিকার: 
		
			ইন্দিরাদেবী চৌধুরানী। 
		
 [
		
			ইন্দিরাদেবী চৌধুরানী 
		-কৃত 
		রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [স্বরলিপি]
- 
	সুর ও তাল:
			- 
		
			স্বরবিতান একপঞ্চাশত্তম 
			(৫১) 
			খণ্ডের (ভাদ্র 
			১৪১৩
			
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির 
			স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 
			একতাল তালে নিবদ্ধ।
 [একতাল
		তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- 
			রাগ : পূরবী [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- 
			রাগ : 
			পূরবী। তাল: 
			একতাল।
			[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, 
			প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
- 
			রাগ : 
			পূরবী। তাল: 
			একতাল।
			[রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
 
- 
বিষয়াঙ্গ: 
- 
সুরাঙ্গ: 
- 
গ্রহস্বর: 
		সা।
- 
			
			লয়:  
			মধ্য।