বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যে ফুল ঝরে সেই তো ঝরে
পাঠ ও পাঠভেদ:
যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে―
বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে॥
গন্ধ দিলে, হাসি দিলে,
ফুরিয়ে গেল খেলা।
ভালোবাসা দিয়ে গেল, তাই কি
হেলাফেলা॥
পাণ্ডুলিপির
পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি: গ্রন্থ
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)
'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১২২]
[নমুনা]
অখণ্ড,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী, ১৩৮০)
পর্যায়:
প্রেম-৩৮৭,
উপবিভাগ: প্রেম
বৈচিত্র্য-৩৬০।
পৃষ্ঠা:
।
[নমুনা:
]
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী।
সুর ও তাল:
স্বরবিতান একপঞ্চাশত্ত্বম (৫১)
খণ্ডের (ভাদ্র
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে
একতাল তালে নিবদ্ধ।
রাগ : পূরবী [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩] রাগ :
পূরবী। তাল:
একতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ,
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
রাগ :
পূরবী। তাল:
একতাল।
[রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: গ্রহস্বর:
সা।
লয়:
মধ্য।
[
ইন্দিরাদেবী চৌধুরানী
-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
[একতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]