বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
যে ফুল ঝরে সেই তো ঝরে

পাঠ ও পাঠভেদ:

যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে―

বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে 

    গন্ধ দিলে, হাসি দিলে, ফুরিয়ে গেল খেলা।

    ভালোবাসা দিয়ে গেল, তাই কি হেলাফেলা