বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
হাসি কেন নাই ও নয়নে!
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম ও
প্রকৃতি
:
১৮
হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে
॥
তোমারে মলিন দেখি ফুলেরা কাঁদিছে
সখী শুধাইছে বনলতা কত কথা আকুল বচনে॥
এসো সখী, এসো হেথা, একটি কহো গো কথা-
বলো, সখী, কার
লাগি পাইয়াছ মনোব্যথা।
বলো, সখী, মন তোর আছে ভোর কাহার স্বপনে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। সিন্ধু-ঝিঁঝিট- কাওয়ালি। পৃষ্ঠা: ৪৪১]
[নমুনা]
-
গীতবিতান
-
অখণ্ড, তৃতীয় সংস্করণ(বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়:
প্রেম ও প্রকৃতি ১৮, পৃষ্ঠা: । [নমুনা]
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ২৪।
সিন্ধু-ঝিঁঝিট কাওয়ালী। পৃষ্ঠা: ১৮।
[নমুনা]
-
স্বপ্নময়ী
- প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)। [ তৃতীয় অঙ্ক, প্রথম
গর্ভাঙ্ক। নেপথ্যে কল্পনায় গান শ্রবণ [স্বপ্নময়ীর শ্রবণ]।
সিন্ধু। ঝিঁঝিট]।
-
স্বরবিতান
পঞ্চত্রিংশ
(৩৫)
খণ্ডের ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৪-৭৫।
-
রেকর্ডসূত্র:
-
প্রকাশের
কালানুক্রম:
-
গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
সুরকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
-
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান
পঞ্চাশত্তম
খণ্ডে (বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা'
তালে নিবদ্ধ।
-
রাগ :
মিশ্র কাফি। তাল :
কাহারবা। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
(পৃষ্ঠা: ৮৪।
-
রাগ:
সিন্ধু।
তাল:
কাহারবা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪৫।