বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: এ কী সুগন্ধহিল্লোল বহিল
পাঠ ও পাঠভেদ:
এ কী সুগন্ধহিল্লোল বহিল
আজি প্রভাতে, জগত মাতিল তায় ॥
হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায় ॥
বরন বরন পুষ্পরাজি হৃদয় খুলিয়াছে আজি,
সেই সুরভিসুধা করিছে পান
পূরিয়া প্রাণ, সে সুধা করিছে দান-
সে সুধা অনিলে উথলি যায় ॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১লা বৈশাখ ১২৯১ তারিখে, মহর্ষিভবনে (প্রাতঃকালে) নববর্ষ ব্রাহ্মসমাজ'-এর জন্য তিনি এই গানটি-সহ মোট চারটি গান লিখেছিলেন।
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী মিশ্র, তাল-ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৪৯] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী মিশ্র, তাল-ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৫১। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০)। ব্রহ্মসঙ্গীত।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩১] [নমুনা]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
গীতবিতানের
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ১৮। রাগিণী মিশ্র- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ১১৬-১১৭। [নমুনা: ১১৬, ১১৭]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি তৃতীয় ভাগ (মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ)। রামকেলি-ঝাঁপতাল। মিশ্র-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের ৬ষ্ঠ গান। পৃষ্ঠা ১৬-১৮।
পত্রিকা:
পত্রিকা:
তত্ত্ববোধিনী (জ্যৈষ্ঠ ১৮০৬ শকাব্দ, ১২৯১ বঙ্গাব্দ)। রাগিণী মিশ্র- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৬। [নমুনা]
রাগ-মিশ্র। তাল-ঝাঁপতাল। তত্ত্ববোধিনী
রাগ: রামকেলী। তাল: ঝাঁপতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর-মা। লয় ঈষৎ দ্রুত।