বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ
কী হরষ হেরি কাননে!
পাঠ
ও পাঠভেদ:
এ কী হরষ হেরি কাননে!
পরান আকুল, স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে॥
ফুলে ফুলে করিছে কোলাকুলি, বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে- বসন্তপরশে বন শিহরে।
কী জানি কোহা পরান মন ধাইছে বসন্তসমীরণে॥
ফুলেতে শুয়ে জোছনা হাসিতে হাসি মিলাইছে।
মেঘ ঘুরায়ে ঘুরায়ে ভেসে যায় ঘুমভারে অলসা বসুন্ধরা-
দূরে পাপিয়া পিউ-পিউ রবে ডাকিছে সঘনে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।প্রেম ও প্রকৃতি পর্যায়ের ১৫ সংখ্যক গান।
রাগ: মিশ্র-বাহার। তাল: আড়াঠেকা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।