বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যোগী
হে, কে তুমি হৃদি-আসনে!
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:নাট্যগীতি: ২২
যোগী হে, কে তুমি হৃদি-আসনে!
বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে
॥
মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়,
ভালে শিশুশশী হাসিয়া চায়-
জটাজূট ছায় গগনে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯০
বঙ্গাব্দের এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২২ বৎসর বয়সের রচনা
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।] মিশ্র কেদারা । একতালা। গান ১৫৭। পৃষ্ঠা: ১৬১-১৬২।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
প্রকৃতির
প্রতিশোধ (১২৯১
বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা:
৪০]
[নমুনা]
- তৃতীয়
খণ্ড, সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৫৭)। পৃষ্ঠা:
- অখণ্ড সংস্করণ,
তৃতীয়
সংস্করণ (বিশ্বভারতী,
পৌষ ১৩৮০),
পর্যায়:
নাট্যগীতি ২২,
পৃষ্ঠা: [নমুনা]
-
প্রকৃতির প্রতিশোধ
- প্রথম সংস্করণ (বৈশাখ ১২৯১)। সপ্তম দৃশ্য। পথিকদের গান।
কেদারা পৃষ্ঠা ৪৩।
[নমুনা]
- রবীন্দ্র-রচনাবলী প্রথম খণ্ড (বিশ্বভারতী,
জ্যোষ্ঠ
১৩৯৬), 'একজন পথিকের গান', পৃষ্ঠা ১৮৬।
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৩৫। কেদারা-একতালা। পৃষ্ঠা ৩২]
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। বিবিধ সঙ্গীত মিশ্র। পৃষ্ঠা:
১৪৫[নমুনা]
- স্বরবিতান বিংশ (২০)
(বিশ্বভারতী, ফাল্গুন ১৪১১) খণ্ডের ২৪ সংখ্যক গান। কেদারা। একতাল। পৃষ্ঠা ৭৭
[নমুনা]
-
স্বরলিপি-গীতিমালা
-
চতুর্থ খণ্ড। ডোয়ার্কিন এণ্ড সন্স লিমিটেড।
১৩৪৮ বঙ্গাব্দ। মুলতান-আড়ঠেকা পৃষ্ঠা ২-৩।
[নমুনা]
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপিকার:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
- সুর
ও তাল:
- স্বরবিতান বিংশ
(২০)
খণ্ডে
(বিশ্বভারতী,
ফাল্গুন ১৪১১) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের
নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে কেদারা
এবং একতাল।
- রাগ :
কেদারা। তাল: একতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ,
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
- রাগ :
কেদারা। তাল: একতাল।
[রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
- গ্রহস্বর:
ধা।