বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৩১
শিরোনাম:
ওই কথা
বলো সখী, বলো আর বার
পাঠ ও পাঠভেদ:
গা সখী, গাইলি যদি, আবার সে গান।
কতদিন শুনি নাই ও পুরানো তান॥
কখনো কখনো যবে নীরব নিশীথে
একেলা রয়েছি বসি চিন্তামগ্ন চিতে-
চমকি উঠিত প্রাণ- কে যেন গায় সে গান,
দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।
হা হা সখী, সেদিনের সব কথাগুলি
প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।
যেদিন মরিব, সখী, গাস্ ওই গান-
শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
মালতী পুঁথির
পাণ্ডুলিপিতে দেখা যায়,
ওই কথা
বলো সখী গানটির পরের পৃষ্ঠায় এই গানটি লেখা হয়েছে। এই সূত্রে ধারণা করা যায়, এই গানগুলি বিলেতে অবস্থানকালেই
রচিত হয়েছিল। এই বিচারে
ধারণ করা হয়, গানটি রবীন্দ্রনাথে ১৮ বৎসর বয়সের
রচিত।
রাগ: বাহার। তাল: আড়াঠেকা। স্বরলিপি নেই [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮