সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে।
পারি নে, পারি নে আর- পাষাণ মনের ভার
বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে।
সম্মুখে জীবন মম হেরি মরুভূমিসম,
নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস।
উঠিতে শকতি নাই যে দিকে ফিরিয়া চাই
শূন্য- শূন্য- মহাশূন্য নয়নেতে পরকাশ।
কে আছে, কে আছে সখী, এ শ্রান্ত মস্তক মম
বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম।
মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়-
শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পত্রিকার 'কার্তিক ১২৮৭' সংখ্যায় রবীন্দ্রনাথের ৩টি গান প্রকাশিত হয়েছিল। এর ভিতরেএই গানটিও ছিল। অন্য দুটি গানের মতই এই গানটিরও রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নাই। ভারতী পত্রিকায় প্রকাশের সময় (কার্তিক ১২৮৭) রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৯ বৎসর ৫-৬ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গান (ইন্ডিয়ান প্রেস ১৩১৬)।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: নাট্যগীতি (ভগ্নহৃদয়) ৫, পৃষ্ঠা: । [নমুনা]
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১০৭। জয়জয়ন্তী-ঝাঁপতাল। পৃষ্ঠা: ৯০। [নমুনা: ৯০]
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী, ১৩১১)
পত্রিকা:
ভারতী (কার্তিক ১২৮৭)। ভগ্নহৃদয় ১ম স্বর্গ, কবির গান। পৃষ্ঠা: ৩৪৩।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি: গানটির সুর হারিয়ে গেছে।
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
সুর ও তাল:
রাগ : জয়জয়ন্তী। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]
রাগ : জয়জয়ন্তী (দেশ) (স্বরলিপি নেই)। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: জয়জয়ন্তী। তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৯।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: