বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: রজনী
পোহাইল― চলেছে যাত্রীদল,
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: পূজা ও প্রার্থনা :
১৯
রজনী
পোহাইল ―
চলেছে যাত্রীদল,
আকাশ
পূরিল কলরবে।
সবাই
যেতেছে মহোৎসবে॥
কুসুম
ফুটেছে বনে,
গাহিছে পাখিগণে―
এমন
প্রভাত কি আর হবে।
নিদ্রা
আর নাই চোখে
বিমল অরুণালোকে
জাগিয়া উঠেছে আজি সবে ॥
চলো গো
পিতার ঘরে, সারা
বৎসরের তরে
প্রসাদ-অমৃত ভিক্ষা লবে ॥
ওই হেরো
তাঁর দ্বার
জগতের পরিবার
হেথায়
মিলেছে আজি সবে ―
ভাই
বন্ধু সবে মিলি
করিতেছে কোলাকুলি,
মাতিয়াছে প্রেমের উৎসবে ॥
যত চায়
তত পায় ―
হৃদয় পূরিয়া যায়,
গৃহে
ফিরে জয়-জয়-রবে
সবার
মিটেছে সাধ ―
লভিয়াছে আশীর্বাদ,
সম্বৎসর আনন্দে কাটিবে।
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গান (ইন্ডিয়ান প্রেস।
১৯০৯ খ্রিষ্টাব্দ , ১৩১৬
বঙ্গাব্দ)।
বিভাস, ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৫৯-২৬০।
ব্রহ্মসঙ্গীত। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ও প্রার্থনা ১৯, উপবিভাগ: পৃষ্ঠা:
-
রবিচ্ছায়া (সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত
১ রাগিণী
বিভাস- তাল ঝাঁপতাল ।
পৃষ্ঠা: ১১৫-১১৬। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। বিভাস, ঝাঁপতাল।
গান সংখ্যা: ৩২৫। মিশ্র কেদারা-একতালা। পৃষ্ঠা: ১০৩৫।
[নমুনা]
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
স্বরলিপি
পাওয়া যায়নি।
-
স্বরলিপিকার:
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।