বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
আয় রে আয় রে সাঁঝের বা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: নাট্যগীতি ২৪।
আয় রে
আয় রে সাঁঝের বা, লতাটিরে দুলিয়ে যা-
ফুলের
গন্ধ দেব তোরে আঁচলটি তোর ভ’রে ভ’রে॥
আয় রে
আয় রে মধুকর, ডানা দিয়ে বাতাস কর্-
ভোরের
বেলা গুন্গুনিয়ে ফুলের মধু যাবি নিয়ে
॥
আয় রে
চাঁদের আলো আয়, হাত বুলিয়ে দে রে গায়-
পাতার
কোলে মাথা থুয়ে ঘুমিয়ে পড়বি শুয়ে শুয়ে।
পাখি
রে, তুই কোস্ নে কথা- ওই-যে ঘুমিয়ে প’ল লতা॥
- পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ: পাঠভেদ আছে। [সংযোগ
করতে হবে]
- তথ্যানুসন্ধান
- ক.
রচনাকাল ও স্থান:
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১২৯০]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি নাই
-
সুর ও তাল:
-
রাগ : গৌড়সারং
(স্বরলিপি নেই)
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)]।
পৃষ্ঠা: ৩৩।
-
রাগ : গৌড়সারং ।
তাল: একতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৩।