বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: আয় রে আয় রে সাঁঝের বা
পাঠ ও পাঠভেদ:
আয় রে আয় রে সাঁঝের বা,    লতাটিরে দুলিয়ে যা-
ফুলের গন্ধ দেব তোরে         আঁচলটি তোর ভ’রে ভ’রে॥
আয় রে আয় রে মধুকর,        ডানা দিয়ে বাতাস কর্-
ভোরের বেলা গুন্‌গুনিয়ে        ফুলের মধু যাবি নিয়ে ॥
আয় রে চাঁদের আলো আয়,    হাত বুলিয়ে দে রে গায়-
পাতার কোলে মাথা থুয়ে       ঘুমিয়ে পড়বি শুয়ে শুয়ে।
পাখি রে, তুই কোস্ নে কথা-  ওই-যে ঘুমিয়ে প’ল লতা॥