সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা, কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’-
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল- সকলই আমার মতো।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়-
না জানে বেদনা, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।
আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে-
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা-
একদিন নয় ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: এই
গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকার 'ফাল্গুন
১২৮৭' সংখ্যায় ভগ্নহৃদয় কাব্যনাট্যের সাথে গানটি প্রকাশিত হয়েছিল।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৯ বৎসর ৭-৮ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গানের বহি ও বাল্মীকি প্রতিভা ( আদি ব্রহ্মসমাজ যন্ত্র ১৩১৬)
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: নাট্যগীতি, গান সংখ্যা ১১, পৃষ্ঠা: । [নমুনা]
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১০৩। বেহাগ খাম্বাজ-একতালা। পৃষ্ঠা: ৮৫-৮৭। [নমুনা: ৮৫, ৮৬, ৮৭]
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)
স্বরবিতান বিংশ (২০) খণ্ডের নবম গান। পৃষ্ঠা ৩২-৩৫।
পত্রিকা:
ভারতী (ফাল্গুন ১২৮৭), ভগ্নহৃদয়, ষষ্ঠ সর্গ, পৃষ্ঠা ৫১৩।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
সুর ও তাল:
স্বরবিতান বিংশ খণ্ডে (বিশ্বভারতী, বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি মাত্রা ছন্দে তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র বেহাগরা। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০] পৃষ্ঠা : ৮৫।
রাগ : বেহাগ, খাম্বাজ। তাল : একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ : বেহাগ, খাম্বাজ। তাল : একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৯।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর:
লয়: