বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: ৩৭
শিরোনাম: 
কাছে তার যাই 
যদি কত যেন পায় নিধি
পাঠ ও পাঠভেদ:
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি,
তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না।
কখনো বা মৃদু হেসে আদর করিতে এসে
সহসা শরমে বাধে, মন উঠে উঠে না।
রোষের ছলনা করি দূরে যাই, চাই ফিরি-
চরণ-বারণ-তরে উঠে-উঠে-উঠে না।
কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি
চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।
যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি
চাহি থাকে, দেখি দেখি সাধ যেন মিটে না।
সহসা উঠিলে জাগি তখন কিসের লাগি
শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না।
লাজময়ী, তোর চেয়ে দেখি নি লাজুক মেয়ে,
প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল 
	সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
	কিছু জানা যায় নি। ভারতী পত্রিকার 'কার্তিক 
১২৮৬' সংখ্যায় 'সম্পাদকের বৈঠক' অংশে মোট ১৭টি অনুবাদ-কবিতা ও গান প্রকাশিত হয়।  
	এর ভিতরে এই গানটিও ছিল। 
	ভারতী পত্রিকায় প্রকাশের 
	সময় (কার্তিক ১২৮৬) রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৮ বৎসর ৫-৬ মাস।
 
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১০২। টোড়ি-ঝাঁপতাল। পৃষ্ঠা: ৮৫। [নমুনা: ৮৫]
রাগ: দেশ। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮০।