বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দিন তো চলি গেল, প্রভু
পাঠ ও পাঠভেদ:
২২
দিন তো চলি গেল, প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া।
জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া
প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা
তুমি যদি ডাকো এ অধরে॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি নাই।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী আসাবরি টোড়ি -তাল তেওট। পৃষ্ঠা: ৪৫২][নমুনা]
গান (সিটী বুক সোসাইটী ১৩১৫
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। আসাবরী টোড়ি -তেওট। পৃষ্ঠা: ৩৮০। [নমুনা]
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা' পর্যায়ের ২২ সংখ্যক গান।