বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
দিন তো চলি গেল, প্রভু
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা ও প্রার্থনা' পর্যায়ের ২২ সংখ্যক গান।
দিন তো
চলি গেল, প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া।
জীবন
অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ,
কাছে যাব কী লইয়া
প্রভু
হে, যাইবে ভয়, পাব ভরসা
তুমি যদি ডাকো এ অধরে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাণ্ডুলিপি নাই।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
- খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই
-
সুর ও তাল:
- রাগ: আসোয়ারি-টোড়ি
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৫৮]
- রাগ: আসোয়ারি-টোড়ি [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০২।]