বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
দিন তো চলি গেল, প্রভু

পাঠ ও পাঠভেদ:

 ২২

দিন তো চলি গেল, প্রভু, বৃথা-                        কাতরে কাঁদে হিয়া।

জীবন অহরহ হতেছে ক্ষীণ-      কী হল এ শূন্য জীবনে।

দেখাব কেমনে এই ম্লান মুখ,               কাছে যাব কী লইয়া

            প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা

                        তুমি যদি ডাকো এ অধরে