বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
চরাচর সকলই মিছে
মায়া, ছলনা
পাঠ ও পাঠভেদ:
চরাচর সকলই মিছে মায়া, ছলনা।
কিছুতেই ভুলি নে আর- আর না রে-
মিছে ধূলিরাশি লয়ে কী হবে।
সকলই আমি জেনেছি, সবই শূন্য- শূন্য-শূন্য ছায়া-
সবই ছলনা॥
দিনরাত যার লাগি সুখ দুখ না করিনু জ্ঞান,
পরান মন সকলই দিয়েছি, তা হতে রে কিবা পেনু।
কিছু না- সবই ছলনা॥
রাগ : বেহাগ। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৫০।