বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ৫৫
শিরোনাম:
আমরা যে শিশু
অতি, অতিক্ষুদ্র মন
পাঠ ও পাঠভেদ:
৩
আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন-
পদে পদে হয়, পিতা, চরণস্খলন॥
রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে।
কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ॥
ক্ষুদ্র আমাদের ’পরে করিয়ো না রোষ-
স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!
শতবার লও তুলে, শতবার পড়ি ভুলে-
কী আর করিতে পারে দুর্বল যে জন॥
পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন-
পৃথ্বীর ধূলিতে অন্ধ মোদের নয়ন।
জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধূলি লয়ে -
মোদের অভয় দাও দুর্বলশরণ॥
একবার ভ্রম হলে আর কি লবে না কোলে,
অমনি কি দূরে তুমি করিবে গমন।
তা হলে যে আর কভু উঠিতে নারিব প্রভু,
ভূমিতলে চিরদিন রব অচেতন॥
পাণ্ডুলিপি: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী খট তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৪৭][নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী খট তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩৭২। [নমুনা: ৩৭২]
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ৩
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের পঞ্চম গান। পৃষ্ঠা : ১৩-১৬
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৮৭)। রাগিণী খট তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২১১। [নমুনা]
পরিবেশনা: এই গানটি ১১ মাঘ ১২৮৭ বঙ্গাব্দ [রবিবার ২৩ জানুয়ারি ১৮৮১ খ্রিষ্টাব্দ] তারিখে অনুষ্ঠিত একপঞ্চাশৎ (৫১) মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে গীত হয়েছিল।[মাঘোৎসব-৫১'তে পরিবেশিত গানের তালিকা]